মোস্তাফিজুর রহমান,সরিষাবাড়ী : জামালপুরের সরিষাবাড়ী পৌর এলাকায় সোমবার(২রা আগস্ট) সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাইযুল ওয়াসিমা নাহাত এর নেতৃত্বে এক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। কোভিড-১৯ প্রতিরোধে সরকার কর্তৃক লকডাউন বাস্তবায়নের বিধি–নিষেধ অমান্য করার অপরাধে ৭ জন দোকানির কাছ থেকে সর্বমোট সাড়ে ৮ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) ফাইযুল ওয়াসীমা নাহাত ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান।