নিজস্ব প্রতিনিধি : লকডাউনের মধ্যেই ব্রাহ্মণবাড়িয়ার কসবায় প্রাইভেট কারে করে পাচারের সময় ১৩ কেজি গাঁজাসহ তিনজন গ্রেপ্তার হয়েছে, এ খবর সংশ্লিষ্ট সুত্রের।
জানা গেছে, সোমবার রাতে উপজেলার দারোগা বাড়ি এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে পাচারেকাজে ব্যবহৃত গাড়িটিও জব্দ করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো কুমিল্লার মেঘনা উপজেলার বল্লাকান্দি গ্রামের আহাম্মদ আলী (৩০), মনোহরগঞ্জ উপজেলার নরহরিপুর গ্রামের জয়নাল আবেদীন (৩৮), ঢাকার মুগদার মো. রায়হানুল ইসলাম রিজভী (২৮)। তাদের বিরুদ্ধে কসবা থানায় মামলা করা হয়েছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সহকারী পরিচালক মো. মিজানুর রহমানের নেতৃত্বে কুমিল্লা-সিলেট মহাসড়কে অভিযান চালানো হয়।
এ সময় একটি প্রাইভেট কারে তল্লাশি চালিয়ে ১৩ কেজি গাঁজা উদ্ধার ও ওই তিনজনকে গ্রেপ্তার করা হয়।
এ ঘটনায় কসবা থানায় দায়ের করা মামলায় গ্রেপ্তার হওয়া তিনজনসহ পলাতক আরো দুজনকে আসামি করা হয়েছে।