আবারো হেলেনা জাহাঙ্গীরের বাসায় অভিযান

অপরাধ

নিজস্ব প্রতিবেদক : আওয়ামী লীগের বহিষ্কৃত আলোচিত নেত্রী হেলেনা জাহাঙ্গীরের গুলশানের বাসায় অভিযান চালাচ্ছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।


বিজ্ঞাপন

শনিবার বিষয়টি নিশ্চিত করেছেন সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) মো. আজাদ রহমান।


বিজ্ঞাপন

তিনি বলেন, হেলেনা জাহাঙ্গীরের বিরুদ্ধে দায়ের করা একটি মামলার তদন্তভার পেয়েছে সিআইডি। ওই তদন্তের অংশ হিসেবেই তার গুলশানের বাসায় গেছেন সিআইডির সদস্যরা। অভিযান শেষে এ ব্যাপারে বিস্তারিত বলা যাবে।

এর আগে আওয়ামী লীগের নাম ভাঙিয়ে ‘চাকরিজীবী লীগ’ নামের একটি নাম সর্বস্ব সংগঠন গড়ার ঘোষণা দিয়ে সম্প্রতি আলোচনায় আসেন নারী উদ্যোক্তা হেলেনা জাহাঙ্গীর। এরপর তুমুল সমালোচনার মধ্যে ২৯ জুলাই হেলেনার বাসায় অভিযান চালায় র‌্যাবের একটি দল। অভিযান শেষে তাকে গুলশান থানায় হস্তান্তর করা হয়।

এদিকে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে গ্রেপ্তার ও ডিবির তদন্তে থাকা ব্যবসায়ী হেলেনা জাহাঙ্গীর, চিত্রনায়িকা পরীমনি, প্রযোজক নজরুল ইসলাম রাজ, মডেল পিয়াসা ও মৌয়ের বিরুদ্ধে দায়ের করা ৭টি মামলা তদন্তভার দেয়া হয় সিআইডিকে।