সাংবাদিক মিন্টুকে প্রাননাশের হুমকি

জাতীয়

বিভিন্ন সংগঠনের নিন্দা ও প্রতিবাদ


বিজ্ঞাপন

নিজস্ব প্রতিবেদক : ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) এর সদস্য, এসপিএন’র প্রধান সম্পাদক সিনিয়র সাংবাদিক আজিজুল হক মিন্টুকে প্রাণনাশের হুমকি দেয়া হচ্ছে। প্রাণনাশের হুমকি দেয়ায় সাংবাদিক আজিজুল হক মিন্টু রাজধানীর পল্টন থানায় একটি সাধারণ ডায়রী করেন।
জিডি সূত্রে জানা যায়, লবন সাড়া গ্রামের বাসিন্দা আব্দুস ছালামের ছেলেরা যথাক্রমে ১। মাইনুল হাসান মামুন (৩৫) ২। মাসুদ রানা (৩১) ৩। রিফাত হোসেন বাবু (২৯) ৪। মো. মোস্তাফিজ ( ২৫) ৫। মো. নাজমুল ইসলাম (৩৮), সর্ব পিতা আব্দুস ছালাম হাওলাদার ৬। আব্দুস ছালাম হাওলাদার (৬৫) গং, পিতা মৃত মোসলেম আলী হাওলাদার সর্ব সাং লবন সাড়া, থানা/উপজেলা বানারী পাড়া, জেলা বরিশাল। তাদের যোগসাজশে গত কয়েক দিন যাবৎ ফেসবুকে আবার কেউ সরাসরি প্রাণনাশের হুমকি দিয়ে যাচ্ছে। “বানারী পাড়া উপজেলার লবন সাড়া গ্রামের সালিশী বৈঠকের মাধ্যমে অমীমাংসিত জমি সংক্রান্ত বিরোধ অবসান” শিরোনামে গণমাধ্যমে ও ইউটিউব চ্যানেল SPNBANGLA TV-তে সচিত্র সংবাদ প্রকাশিত হওয়ায় আজিজুল হক মিন্টু এই দুষ্ট চক্রের দৃষ্টিতে আসে। চক্রটি অত্যন্ত ভয়ঙ্কর বলে এলাকাবাসী সূত্রে জানায়। এদের ভয়ে এলাকায় কেউ মুখ খুলছেনা। এ চক্রের বিরুদ্ধে জরুরী ভিত্তিতে আইনগত ব্যবস্থা গ্রহণ করে দৃষ্টান্ত মূলক শাস্তির দাবী করছেন এলাকাবাসী। যে কোনো মুহূর্তে আজিজুল হক মিন্টুর পরিবারের সদস্যদের জানমালের বড় ধরনের ক্ষতি যে কোন জায়গায় করতে পারে বলে জানা যায়। ইতিমধ্যে এ চক্রের সদস্যরা আজিজুল হক মিন্টুর অফিস এলাকায় প্রকাশ্যে আনাগোনা করছে। যার কারণে আজিজুল হক মিন্টু নিরাপত্তাহীনতায় ভুগছে। এর পরিপ্রেক্ষিতে আজিজুল হক মিন্টু গত ১-৮-২০২১ ইং তারিখে পল্টন মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করেন, যার ডায়েরি নং-৪৭। আজিজুল হক মিন্টুর কাছে জানতে চাইলে তিনি বলেন, গ্রামের বাড়ী জমি সংক্রান্ত নিউজ করলে এই চক্রটি আমাকে ও আমার পরিবারকে প্রাণনাশের হুমকিসহ ফেসবুকে কুরুচিপূর্ণ ভাষায় বাজে মন্তব্য ও গালমন্দ করছেন। এই নিয়ে সাইবার ক্রাইম ও ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করার প্রস্তুতি চলছে। দুষ্কৃতকারীদের দৃষ্টান্ত মূলক শাস্তি, নিন্দা ও প্রতিবাদ করেছেন বিভিন্ন সাংবাদিক মহল, সাংবাদিক সংগঠন, সুশীল সমাজ, সামাজিক, সাংস্কৃতিক সংগঠকসহ রাজনৈতিক নেত্রীবৃন্দরা।