নীলফামারীতে মাদক দ্রব্যসহ বিভিন্ন আলামত ধ্বংস

অপরাধ

নিজস্ব প্রতিনিধি : নীলফামারী আদালতের নির্দেশনায় জেলা পুলিশ, নীলফামারী ও চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট, আদালত এর যৌথ উদ্যোগে (১৯ নভেম্বর/২০১৯ থেকে ১৬ আগষ্ট/২০২১) পর্যন্ত নীলফামারী জেলায় জব্দ করা বিচার নিস্পত্তি মামলার ১ হাজার ৩৫৮ টি মাদক সহ বিভিন্ন আলামত ধ্বংস করলো পুলিশ, এ খবর সংশ্লিষ্ট সুত্রের।


বিজ্ঞাপন

সোমবার ১৬ আগস্ট, নীলফামারী পুরাতন জেলখানা চত্বরে বিকাল ৪ টার সময় (১৯ নভেম্বর/২০১৯ থেকে ১৬ আগষ্ট/২০২১) পর্যন্ত নীলফামারী জেলায় জব্দ করা বিচার নিস্পত্তি মামলার ১ হাজার ৩৫৮ টি মাদক সহ বিভিন্ন মামলার আলামত ধ্বংস করা হয়।

এ সময়ে উপস্থিত ছিলেন পুলিশ সুপার,নীলফামারী মোহাম্মদ মোখলেছুর রহমান বিপিএম,পিপিএম , জাহিদুল হক,চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট,নীলফামারী, লিজা বেগম,অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন), নীলফামারী, মোহাম্মদ সাইফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর),নীলফামারী, হাফিজুল ইসলাম,অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট,নীলফামারী, সহাদেব চন্দ্র রায়,সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট,নীলফামারী, মমিনুল ইসলাম,কোর্ট, পুলিশ পরিদর্শক, নীলফামারী,অফিসার ইনচার্জ,সদর-থানা, নীলফামারী সহ সংশ্লিষ্ট দপ্তরের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

এ সময় ২৫৬ টি মামলার মধ্যে ইয়াবার ৯টি মামলায় ৯৯ পিস ইয়াবা,৭৭ মামলার ৫৫ কেজি ৪৬৫ গ্রাম গাঁজা, ৫২ মামলার ১ হাজার ৪৪৭ পুরিয়া গাঁজা,০১ টি মামলার ১ কেজি ৩ গ্রাম হেরোইন, ১৫ মামলার ২৯৩ হেরোইনের পুড়িয়া, ৩৪ মামলার ২৯১ বোতল ফেন্সিডিল ও ৬৮টি দেশী মদ মামলার ৩৭১ দশমিক ১০ লিটার ধ্বংস করে পুলিশ।