নিজস্ব প্রতিনিধি : চুয়াডাঙ্গা সুযোগ্য পুলিশ সুপার মোঃ জাহিদুল ইসলাম এঁর সভাপতিত্বে পুলিশ সুপারের কার্যালয় সম্মেলন কক্ষে ১৯ আগস্ট বৃহস্পতিবার বিকাল সাড়ে ৩ টায় আগস্ট/২১ মাসের ট্রাফিক কনফারেন্স সভা অনুষ্ঠিত হয়।
উক্ত ট্রাফিক কনফারেন্স সভায় চুয়াডাঙ্গা শহর এলাকা যানজট মুক্ত করতে ট্রাফিক বিভাগে কর্মরত সকল কে কঠোর নির্দেশনা প্রদান করেন।
দুর্ঘটনা প্রতিরোধে হাইওয়ে রাস্তায় থ্রি হুইলার সহ অবৈধ সকল যানবাহনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ, শহরের গুরুত্বপুর্ণ রাস্তার পাশে যত্রতত্র বাস, ট্রাক, কভার্ডভ্যান, ইজিবাইক, নসিমন, করিমন, ভটভটি, মোটরসাইকেল পার্কিং করলে আইন অমান্যকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।
নির্ধারিত স্থান ব্যতিত গাড়ি দাড় করিয়ে যানজট সৃষ্টি করতঃ জনমানুষের ভোগান্তি সৃষ্টি করলে জরিমানাসহ আইনানুগ ব্যবস্থা গ্রহণের নির্দেশ প্রদান করেন। ঝুঁকিপুর্ণ মাথাভাঙ্গা ব্রিজের উপর দিয়ে ভারি যানবহন চলাচল বন্ধের নির্দেশনা প্রদান করেন।
শহর এলাকায় যানজট নিরসনের লক্ষ্যে রাস্তার পাশে অবস্থিত ফলের বাজার অন্যত্রে স্থানান্তরের বিষয়ে আলোচনা করেন। পরিশেষে সকলকে নিরাপদ দূরত্ব বজায় রেখে সতর্কবস্থায় ডিউটি পালন ও জনসাধারণের সাথে ভদ্র ও মার্জিত ব্যবহার করার নির্দেশ প্রদান করেন।
উক্ত অনুষ্ঠানে আরোও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আবু তারেক, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) কনক কুমার দাস, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জাহাঙ্গীর আলম, চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ আবু জিহাদ ফখরুল আলম খান, ট্রাফিক ইন্সপেক্টর (প্রশাসন) মোঃ ফকরুল আলমসহ ট্রাফিক কর্মরত সকল পর্যায়ের অফিসার ফোর্স।