ভাষানটেক থানা কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতির সভা অনুষ্ঠিত

রাজধানী

আজকের দেশ রিপোর্ট : গতকাল শনিবার ২১ আগস্ট বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতি ভাষানটেক থানার এক জরুরী সভা থাই গার্ডেন-২ এ অনুষ্ঠিত হয় ।


বিজ্ঞাপন

সভাপতি রিয়াজুর রহমান বিসিডিএস ভাষানটেক থানার সভাপতিত্বে সভায় থানার অন‍‍্যান‍্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।


বিজ্ঞাপন

সভায় আসন্ন বিসিডিএস কেন্দ্রীয় নির্বাচন ২০২১-২০২৩ ইং এবং সরকারি ব‍্যবস্থাপনায় দেয়া ভ‍্যাকসিন সহ অন‍্যান‍্য সরকারি ঔষধ ফার্মেসীতে বিক্রয় না করা।

রেজিস্ট্রার চিকিৎসকের ব‍্যবস্থাপত্র ব‍্যতিত এন্টিবায়োটিক বিক্রয় বা বিতরণ না করা।

সীল কাটা, ব‍্যাচ নম্বর কাটা অথবা সর্বোচ্চ খুচরা ও নির্দেশক মূল্য কাটা প্রোডাক্ট ক্রয় বিক্রয় না করা।

ঔষধ প্রশাসন অধিদপ্তর কর্তৃক নির্ধারিত মূল‍্যের অধিক বা কম মূল‍্যে ঔষধ বিক্রি না করা।

ফিজিসিয়ান স‍্যাম্পল ক্রয় বিক্রয় না করা।

যে সকল ঔষধ ব‍্যবসায়ীর ড্রাগ লাইসেন্স নাই, তাদের অনিতিবিলম্বে লাইসেন্স করা সহ অন‍্যান‍্য বিষয় নিয়ে আলোচনা করা হয়।