যশোরে ভালো কাজের স্বীকৃতি স্বরূপ বিশেষ পুরস্কার প্রদান

অপরাধ

মো. সুমন হোসেন, যশোর : বুধবার ২৫ আগস্ট পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে ভালো কাজের স্বীকৃতি স্বরূপ বিশেষ পুরস্কার প্রদান করেন।


বিজ্ঞাপন

কোতোয়ালি থানা পুলিশকে নিয়ে অভিযান পরিচালনা করে অস্ত্র উদ্ধার, গ্রেফতারী পরোয়ানা তামিল করায় অতিরিক্ত পুলিশ সুপার, ক-সার্কেল, যশোর বেলাল হোসাইন ও তার আভিযানিক টিমকে বিশেষ পুরস্কার প্রদান করেন।

একইসাথে জেলা গোয়েন্দা শাখার (ডিবি), টিম-১, টিম-২, টিম-৩, টিম-৪ কে বিশেষ পুরস্কার প্রদান করা হয়।

টিম-১, ডিবি যশোরের এসআই ইদ্রিসুর রহমান, এসআই লিটন কুমার মন্ডল, এএসআই রঞ্জন কুমার বসু, কং/২০২৮ মোঃ ইসমাইল হোসেন, কং/১৩৮৩ মোঃ আফজাল হোসেন, কং/৫১১ সাইফুল ইসলাম, ড্রাইভার কং/২০১১ মিটুল হোসাইন সমন্বয়ে গঠিত টিম বেনাপোল থানা এলাকা হতে ৫০ বোতল ফেনসিডিল উদ্ধারসহ ১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার করেন।

টিম-২, ডিবি যশোরের এসআই সোলাইমান আক্কাস, এলআইসি শাখার এসআই শামীম হোসেন, কং/১০০০ আব্দুল বাতেন, কং/১১১০ সুজন মিয়া, কং/১৯৪৭ নাজমুল খান, কং/১৮০৬ ইলিয়াস হোসেনদের সমন্বয়ে গঠিত টিম শার্শা থানার মামলা নং-০৬(০৮)২১, ধারা-৩০২/৩৪ পেনাল কোড এর মূল আসামী ০২ জন গ্রেফতার করেন। ২ জন আসামী ও ২ জন সাক্ষীসহ
০৪ জনের কাঃবিঃ ১৬৪ ধারা মোতাবেক জবানবন্দি গ্রহণ করান।

টিম-৩, ডিবি যশোরের এসআই মফিজুল ইসলাম পিপিএম, এসআই শাহিনূর রহমান, এএসআই এসএম ফুরকান, কং/১২৮৯ রুবেল আহম্মেদ, কং/১৯১০ শামীম মোড়ল, এলআইসি কং/৪৪৪ আশরাফুল ইসলাম সমন্বয়ে গঠিত টিম বাঘারপাড়া
থানার মামলা নং-০৭(০৮)২১, ধারা-৩৯৫/৩৯৭/৪১২ পেনাল কোড মামলার ঘটনায় জড়িত ৭ জন আসামী গ্রেফতার করেন এবং ০৬ জন আসামীর কাঃবিঃ ১৬৪ ধারায় জবানবন্দি গ্রহণ করান ও ডাকাতির কাজে ব্যবহৃত প্রাইভেটকারসহ লুন্ঠিত মালামাল উদ্ধার করেন।

টিম-৪ ডিবি যশোরের এসআই আরিফুল ইসলাম, এসআই রইচ উদ্দিন, এএসআই নির্মল কুমার ঘোষ, কং/১২৫২ নাসির উদ্দিন, কং/১১৩৬ মাসুম শেখ, কং/১৮৩৯ ফয়সাল খানদের সমন্বয়ে গঠিত টিম বেনাপোল থানা এলাকা হতে দুই অভিযানে ৬ কেজি
গাঁজাসহ ২ জন আসামী গ্রেফতার করেন।

বেনাপোল পোর্ট থানা পুলিশ ১৫ কেজি গাঁজা উদ্ধারসহ ১ মাদক ব্যবসায়ী গ্রেফতার করায় বিশেষ পুরস্কার প্রদান করা হয়।

এ সময় পুলিশ সুপারের পক্ষ থেকে বিশেষ পুরস্কার তুলে দেন মোঃ জাহাংগীর আলম, অতিরিক্ত পুলিশ সুপার, জেলা বিশেষ শাখা(ডিএসবি), যশোর ও জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন), যশোর।