মুন্সীগঞ্জে বাজার মনিটরিং

অপরাধ

নিজস্ব প্রতিনিধি : বুধবার ২৫ আগস্ট শ্রীনগর উপজেলায় ইউএনও কর্তৃক মোবাইল কোর্ট ও বানিজ্য মন্ত্রণালয়াধীন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মুন্সীগঞ্জ জেলা কার্যালয় কর্তৃক বাজার অভিযান কার্যক্রম যৌথ ভাবে পরিচালনা করা হয়।


বিজ্ঞাপন

বালাশুর চৌরাস্তায় একটি হাসপাতালের ফার্মেসিতে মনিটরিং করা হয়। ফার্মেসীটিতে দেখা যায়, মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির জন্য প্রদর্শন করা হচ্ছে । নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ইউএনও শ্রীনগর ফার্মেসীটিকে ২৫০০০/- জরিমানা করেন।

সহকারী পরিচালক কর্তৃক তিন দোকান বাজার ও বালাশুর বউ বাজারে একটি মুদি দোকান, একটি ফার্মেসি ও একটি মিষ্টির দোকানে অভিযান পরিচালনা করা হয়।

ফার্মেসী তে এম আর পি বিহীন ওষুধ পাওয়া যায়, মুদি দোকানে জর্দার রং এর নামে টেক্সটাইল কালার বিক্রয় করতে দেখা যায়, মিষ্টির দোকানে দইতে নন ফুড গ্রেড কালার ব্যবহার করতে দেখা যায়।

প্রতিষ্ঠান তিনটিকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী ৫০০০/- জরিমানা করা হয়।

শ্রীনগর থানা পুলিশের একটি টিম ও উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর অভিযানে সহযোগিতা করেন। জনস্বার্থে এ তদারকি মূলক কার্যক্রম অব্যাহত থাকবে।