আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ১৫-ই আগস্ট পালন

রাজনীতি

নিজস্ব প্রতিবেদক : ঢাকার দক্ষিণ কেরাণীগঞ্জের গুদারাঘাটে আঞ্চলিক শাখা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে বৃহস্পতিবার ১৫ই আগস্ট জাতীয় শোক দিবস পালিত হয়েছে। জানা গেছে, ঢাকা-৩ এর সংসদ সদস্য, বিদ্যুৎ জ্বালীনী ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু’র নেতৃত্বে এবং কেরাণীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহিন আহম্মেদ এর সার্বিক তত্ত্বাবধানে শত-শত অসহায় গরীব দুঃখী মানুষের মাঝে ত্রান সামগ্রী ও খিচুড়ী বিতরণের মধ্য দিয়ে দিবসটি উৎযাপিত হয়। অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন কেরাণীগঞ্জ আঞ্চলিক শাখা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মানিক শেখ এবং সঞ্চালনা করেন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন আনু। এ শোক দিবসটি পালনের জন্য জেলা, উপজেলা ও ইউনিয়নের আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগ, কৃষক লীগ, শ্রমীক লীগসহ অঙ্গসংগঠনের সহ¯্রাধিক নেতাকর্মী ও কয়েক হাজার বিভিন্ন শ্রেণি পেশার মানুষ যোগ দেন। অনুষ্ঠানটি সকাল ১০টায় পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে শুরু হয়। এ অনুষ্ঠানের প্রধান অতিথি নসরুল হামিদ বিপু’র অবর্তমানে উপস্থিত হয়ে বক্তব্য রাখেন ঢাকা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও শুভাঢ্যা ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান হাজী ইকবাল হোসেন। বঙ্গবন্ধু পরিবারের আত্মত্যাগের বিষয় উল্লেখ করে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কেরাণীগঞ্জ থানা আওয়ামী লীগ এর আহ্বায়ক ম ই মামুন, শুভাঢ্যা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাজী বাসের উদ্দিন, আগানগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মীর আসাদ হোসেন টিটু, দক্ষিণ কেরাণীগঞ্জ থানা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য তোফাজ্জল হোসেন, কেরাণীগঞ্জ আঞ্চলিক শাখা আওয়ামী লীগের সভাপতি মো. সেলিম। অরো বক্তব্য রাখেন ঢাকা জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি জহিরুল ইসলাম জহির, সহ-সভাপতি শেখ মনির হোসেন, কেরাণীগঞ্জ থানা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি হাজী মিরাজুর রহমান সুমন, সাধারণ সম্পাদক হাজী রমজান আলী মেম্বার, কেরাণীগঞ্জ থানা কৃষকলীগের যুগ্ম সাধারণ সম্পাদক হারুন অর রশিদ। এছাড়া আয়োজকদের মধ্যে উপস্থিত ছিলেন কেরাণীগঞ্জ আঞ্চলিক শাখা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি রিপন শেখ, মিনাল হোসেন মিনার, বিএম জাহাঙ্গীর, জলিল দেওয়ান, নুর মোহাম্মদ, যুগ্ম সাধারণ সম্পাদক জাকির হোসেন, বোরহান পাঠান, সাংগঠনিক সম্পাদক মাইনুদ্দিন, পরিবেশ বিষয়ক সম্পাদক কিবরিয়াসহ অনেকে। সর্বশেষ দুপুর সাড়ে ১২টায় শহীদ পরিবারের বিদেহী আত্মার মাগফেরাত ও উপজেলা চেয়ারম্যান শাহিন আহম্মেদ এর মরহুম পিতা বীর মুক্তিযোদ্ধা নূর মোহাম্মদ এর আত্মার শান্তি কামনা করে দোয়া ও মুনাজাত করা হয়। এরপর অনুষ্ঠানের সভাপতি মানিক শেখ সমাপনী বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্তি ঘোষণা করেন।


বিজ্ঞাপন