কিশোরগঞ্জে অজ্ঞান পার্টির ২ সদস্য গ্রেফতার

অপরাধ

নিজস্ব প্রতিনিধি : চেতনানাশক ঔষধ খাইয়ে অটো ছিনতাই। কিশোরগঞ্জ থানা,নীলফামারী পুলিশের হাতে অজ্ঞান পার্টির সক্রিয় ২ জন সদস্য গ্রেপ্তার হয়েছে, এ খবর সংশ্লিষ্ট সুত্রের।


বিজ্ঞাপন

গতকাল শুক্রবার ২৭ আগস্ট অটোচালক মনসুর আলীকে ১৫০ টাকায় জলঢাকা যাওয়ার কথা বলে ভাড়া ঠিক করে অটো ছিনতাইকারী ও অজ্ঞান পার্টি দলের সক্রিয় সদস্য (১) মোহাম্মদ ওমর ফারুক মিয়া (৪৯), গ্রামঃ নয়া মাটি পশ্চিমপাড়া,(২) তহিদুল ইসলাম,গ্রামঃ সুতির হাট,তাদের প্রত্যেকের থানাঃ জলঢাকা,জেলাঃ নীলফামারী।

পূর্ব পরিকল্পনা মাফিক সন্ধ্যা আনুমানিক ৬ টা ৪৫ মিনিটের সময় কিশোরগঞ্জ থানাধীন মধ্য রাজিব বগুড়া ক্যানেল পাকা রাস্তার উপর মনসুর আলীর অটোরিকশা টি পৌঁছালে মলম পার্টি দলের সক্রিয় সদস্যরা অটোচালক মনসুর আলীকে জোরপূর্বক চেতনানাশক ঔষধ হত্যার উদ্দেশ্যে তার মুখে ঢেলে দেয়।

তিনি তখন প্রচন্ড জোরে করে অজ্ঞান হয়ে পড়েন। অজ্ঞান অবস্থায় তাকে অটো থেকে মলম পার্টির সদস্যরা ফেলে দেয়।
এবং মনসুর আলীর একমাত্র সম্বল ১,৭৫,০০০ টাকার অটোরিকশাটি চুরি করে।

পরবর্তীতে গোপন সংবাদের ভিত্তিতে কিশোরগঞ্জ থানা নীলফামারীতে কর্মরত এসআই (নিরস্ত্র) মোঃ রেজাউল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ তাৎক্ষণিকভাবে অভিযান পরিচালনা করে মলম পার্টি দলের সক্রিয় সদস্যদের গ্রেফতার করতে সক্ষম হয়।