সরিষাবাড়ী প্রতিনিধি : বেশি বেশি মাছ চাষ করি,বেকারত্ব দূর করি এ প্রতিপাদ্যকে সামনে রেখে জামালপুরের সরিষাবাড়ীতে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২১ ইং (২৮ আগস্ট থেকে ০৩ সেপ্টেম্বর) পালন উপলক্ষে সংবাদ সম্মেলন করা হয়েছে। শনিবার বিকেলে সিনিয়র উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ে এ সংবাদ সম্মেলন করা হয়েছে।
সংবাদ সম্মেলনে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা ও জাতীয় মৎস্য সপ্তাহ ২০২১ উদযাপন উপজেলা কমিটির সদস্য সচিব সুতপা ভট্টাচার্য্য সাংবাদিকদের উদ্দেশ্যে মৎস্য সপ্তাহের কর্মসূচী সম্পর্কে আলোচনা ও সহযোগীতা কামনা করেন। এ সময় সহকারী মৎস্য অফিসার কামরুজ্জান খান, সরিষাবাড়ী উপজেলা প্রেস ক্লাবের সহ সভাপতি মোহনা টিভি’র সরিষাবাড়ী প্রতিনিধি এ এইচ এস এহসান, সাধারণ সম্পাদক আমাদের সময় সরিষাবাড়ী প্রতিনিধি মো: আবুল হোসেন, যুগ্ম সম্পাদক তৌকির আহমেদ হাসু, নির্বাহী সদস্য দৈনিক খবর সরিষাবাড়ী প্রতিনিধি সোহেল রানা, সদস্য দৈনিক আমার সংবাদ সরিষাবাড়ী প্রতিনিধি রাইসুল ইসলামসহ বিভিন্ন সংগঠনের সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।