ময়মনসিংহে বিশেষ অভিযানে গ্রেফতার ৭

অপরাধ

নিজস্ব প্রতিনিধি : মঙ্গলবার ৩০ আগস্ট ময়মনসিংহ জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) এক বিশেষ অভিযান পরিচালনা করে ময়মনসিংহ মহানগর এলাকা থেকে জনবহুল স্থানে বিশেষ কৌশল প্রয়োগে নারীদের স্বর্নলংকার চোরাই চক্রের ৭(সাত) জনকে গ্রেপ্তার করেছে।


বিজ্ঞাপন

ময়মনসিংহ জেলার পুলিশ সুপার মোহাঃ আহমার উজ্জামান, পিপিএম-সেবা নির্দেশে স্বর্ণালঙ্কার চোরাই চক্রকে ধরতে পরিচালিত বিশেষ অভিযানে ২টি স্বর্ণের চেইন (ওজন ১৫ আনা ৪ রতি, মূল্য আনুমানিক ৬৯,৮৭৫ টাকা) ও নিরবে-নিঃশব্দে পরিহিত গহনা কাটতে ব্যবহৃত ২টি কাটার উদ্ধার করা হয়।

আসামীরা ব্রাহ্মণবাড়িয়া ও হবিগঞ্জ জেলা হতে ময়মনসিংহে এ বিশেষ কৌশলে চুরি করতে এসেছে বলে স্বীকার করে।

একই দিনে অন্য এক অভিযানে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ৫০০ গ্রাম গাঁজা উদ্ধারসহ ৩ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে।

এ বিষয়ে নিয়মিত মামলা দায়ের করে আসামীদের আদালতে প্রেরণ করা হয়েছে।