নিজস্ব প্রতিনিধি : চট্টগ্রাম সীতাকুণ্ড মডেল থানার এসআই(নিঃ) আশরাফ ছিদ্দিক সঙ্গীয় ফোর্স সহ গতকাল বুধবার বিকাল ৫ টা ৫০ মিনিটে সীতাকুণ্ড পৌর বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পশ্চিম পাশে শ্যামলী বাস কাউন্টারের সামনে অভিযান চালিয়ে ১,১০০ (এক হাজার একশত) পিস ইয়াবাসহ আসামী মোঃ হেলাল (৩৫), এবং মোছাঃ লিমা আক্তার (২৪) কে গ্রেফতার করে।
এসআই(নিঃ)/মাহবুব আলম সঙ্গীয় ফোর্সসহ একই তারিখ মধ্যরাত ১ টা ৪৫ মিনিটে ভাটিয়ারী ইউনিয়নের মাদামবিবিরহাট এলাকায় ঢাকা চট্টগ্রাম-মহাসড়কের পশ্চিম পাশে শ্যামলী বাস কাউন্টারের সামনে পৃথক অভিযান চালিয়ে ১,০০০ (একহাজার) পিস ইয়াবাসহ আসামী হাফিজুর রহমান (২০), এবং হাবিবুর রহমান (৩০)’ কে গ্রেফতার করে।
এ সংক্রান্তে সীতাকুণ্ড মডেল থানায় পৃথক মামলা রুজুপূর্বক গ্রেফতারকৃত আসামীদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।