নেত্রকোণায় ২৫,১১,০০০/- টাকা মূল্যের ভারতীয় শাড়ী জব্দ

অপরাধ

নিজস্ব প্রতিনিধি : বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি’র নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বুধবার ৮ সেপ্টেম্বর ১ টা ৪৫ মিনিটে নেত্রকোণা ব্যাটালিয়ন (৩১ বিজিবি) এর অধীনস্থ ভরতপুর বিওপি‘র নায়েব সুবেদার মোঃ ফরিদুল ইসলাম এর নেতৃত্বে ভরতপুর ও বারমারী বিওপি‘র সমন্বয়ে ১৩ সদস্যের একটি টহলদল নেত্রকোণা জেলার দূর্গাপুর উপজেলার ২ নং দূর্গাপুর ইউনিয়নের দায়িত্বপূর্ণ সীমান্ত মেইন পিলার ১১৬৯ ও ১১৬৩ হতে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ভরতপুর এবং উত্তর বারমারী নামক স্থানে ফাঁদ পেতে থাকে।


বিজ্ঞাপন

উক্ত তথ্য অনুযায়ী ভারতের দিক হতে চোরাকারবারীদের মালামাল নিয়ে আসতে দেখে বিজিবি টহলদল তাদের ধাওয়া করে এবং পার্শ্ববর্তী বারমারী বিওপিকে বিষয়টি অবহিত করলে টহলদল দ্রুততার সাথে ঘটনাস্থলে উপস্থিত হয় এবং উভয় বিওপির টহলদল কর্তৃক হানা দিলে চোরাকারবারীরা মালামাল রেখে দ্রুত পালিয়ে যায়। ঘটনাস্থল হতে ভারতীয় লতিকা শাড়ি-১১০ পিস, ভারতীয় ফেন্সি শাড়ি-২০ পিস এবং ভারতীয় ত্রিশা শাড়ি-২৯৬ পিস জব্দ করা হয়।
জব্দকৃত শাড়ির আনুমানিক সিজার মূল্য-২৫,১১,০০০/- (পঁচিশ লক্ষ এগারো হাজার) টাকা।

জব্দকৃত চোরাচালানী মালামাল নেত্রকোণা কাষ্টমস্ অফিসে জমা করার প্রক্রিয়াধীন রয়েছে।