নিজস্ব প্রতিনিধি : চট্টগ্রামের বাঁশখালী থানার এসআই( নিঃ) মোঃ মাসুদ সঙ্গীয় ফোর্স সহ গতকাল শনিবার ১১ সেপ্টেম্বর সন্ধ্যা সাড়ে ৭ টায় বাঁশখালী থানাধীন পুঁইছড়ি এলাকায় ফুটখালী ব্রীজের দক্ষিণ পাশে বাঁশখালী-পেকুয়া প্রধান সড়কে অভিযান চালিয়ে ১৬,৮০০ (ষোল হাজার আটশত) পিস ইয়াবাসহ আসামী ওয়াছ খাতুন(৫০)’কে গ্রেফতার করে।
একই তারিখ রাত ৮ টায় বর্ণিত স্থানে পৃথক অভিযান চালিয়ে ১,০০০ (এক হাজার) পিস ইয়াবাসহ আসামী আবুল কালাম (৩০)’কে গ্রেফতার করে।
এ সংক্রান্তে বাঁশখালী থানায় পৃথক মামলা রুজুপূর্বক গ্রেফতারকৃত আসামীদ্বয়কে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।