নিজস্ব প্রতিনিধি : গতকাল বুধবার ১৫ সেপ্টেম্বর সকাল ৯ টা ১৫ মিনিটে এয়ারপোর্ট অফিসার ইনচার্জ খান মুহাম্মদ মাইনুল জাকির এবং পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ জসিম উদ্দিন এর দিক নির্দেশনায় দিবাকালীন সিয়েরা-৩১ ডিউটিতে নিয়োজিত অফিসার এসআই(নিঃ)/পলাশ চন্দ্র দাশ সঙ্গীয় ফোর্সদের সহায়তায় গোপন সংবাদের ভিত্তিতে ঘটনাস্থল এয়ারপোর্ট থানাধীন পশ্চিম বাইশটিলা এলাকায় বুল ডোজার দ্বারা পাহাড় কাটার সময় ১। মোঃ আলী হোসেন (৩১), পিতা মোঃ আব্দুল মান্নান, সাং-পশ্চিম বাইশটিলা, লাখাউড়া, থানা-এয়ারপোর্ট, জেলা-সিলেট, ২। তৌফিকুল ইসলাম (২১), পিতা-লালুশাহ মিয়া, সাং-জগদিশপুর, থানা-বিশ্বনাথ, জেলা-সিলেটদ্বয়কে আটক করা হয়।
বিষয়টি তাৎক্ষনিক পরিচালক ও নিবার্হী ম্যাজিষ্ট্রেট পরিবেশ অধিদপ্তর, সিলেট কে অবহিত করলে পরিচালক মোঃ ইমরান হোসেন, পরিবেশ অধিদপ্তর, সিলেট ঘটনাস্থলে উপস্থিত হয়ে পাহাড় কাটার অপরাধে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ এর ১৫(১) ধারার টেবিল ৫ অনুসারে নগদ ১,০০,০০০/- (এক লক্ষ) টাকা অর্থদন্ড অনাদায়ে ১ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।