রংপুর মেট্রোপলিটন পুলিশের তৃতীয় বর্ষপূর্তিতে সেবা সপ্তাহ পালনের চতুর্থ দিন

অপরাধ

নিজস্ব প্রতিনিধি : রংপুর মেট্রোপলিটন পুলিশের সাফল্য ও গৌরবময় সেবার ৩য় বর্ষপূর্তি উপলক্ষে সাতদিনের সেবা সপ্তাহ ঘোষণা করা হয়। সোমবার ২০ সেপ্টেম্বর, সেবা প্রদানের চতুর্থ দিন।


বিজ্ঞাপন

এ দিনে রংপুর মেট্রোপলিটন পুলিশের ১৮টি বিটে সমাবেশ করা হয়। এই সমাবেশে মাদক, জঙ্গিবাদ, যৌন হয়রানি, বাল্যবিবাহ বিরোধী সচেতনতামূলক বিভিন্ন বিষয় উপস্থাপন করা হয়।

রংপুর মেট্রোপলিটন পুলিশের সকল উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এ সমস্ত সমাবেশে উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্ট থানার অফিসার ইনচার্জ, বিভিন্ন বিট অফিসার, কমিউনিটি পুলিশিং এর নেতৃবৃন্দ ও সুশীল সমাজ অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে সুশীল সমাজ আরপিএমপি এর এ ধরণের উদ্যোগকে স্বাগত জানান।

অনুষ্ঠান শেষে জনগণ, বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে গাছের চারা বিতরণ করা হয়। প্রতিটিতে কমপক্ষে ১০০ টি করে ফলজ ও ঔষধি গাছের চারা ছিল।

এ সময় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭২ সালে ১৬ জুলাই সোহরাওয়ার্দী উদ্যানে বৃক্ষরোপনের যে কর্মসূচির সূচনা করেছিলেন সেই স্মৃতিকে স্মরণ করে তাঁর প্রতি বিনম্র শ্রদ্ধা স্মরণ জ্ঞাপন করা হয়।