সিলেটে ৯ জুয়াড়ি গ্রেফতার, জুয়া খেলার সরঞ্জামাদি উদ্ধার

অপরাধ

নিজস্ব প্রতিনিধি : গতকাল রবিবার ১৯ সেপ্টেম্বর সিলেট মেট্রোপলিটন পুলিশ সিএমপি’র সহকারী পুলিশ কমিশনার মোঃ মফিজ উদ্দিন, অফিসার ইনচার্জ খান মুহাম্মদ মাইনুল জাকির ও পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ জসিম উদ্দিন গণের দিক নির্দেশনায় এয়ারপোর্ট থানার জিডি নং-৯৩৯, তাং-১৯ সেপ্টেম্বর, মূলে রাত্রীকালীন স্পেশাল-৩১ ডিউটিতে নিয়োজিত অফিসার এসআই(নিঃ)/পলাশ চন্দ্র দাশ সঙ্গীয় অফিসার এসআই(নিঃ) গৌতম চন্দ্র দাশ, এসআই(নিঃ) নজরুল ইসলাম, এএসআই(নিঃ) রিমন খাঁন, এএসআই(নিঃ) আল আমিন ও ফোর্স সহ গতকাল রবিবার ১৯ সেপ্টেম্বর রাত ১০ টা ৪০ মিনিটের সময় গোপন সূত্রে সংবাদের ভিত্তিতে অত্র এয়ারপোর্ট থানাধীন খাসদবীর সাকিনস্থ বন্ধন এফ গলির মেসার্স ইসমাইল ষ্টোর নামক দোকানের পিছনে মোঃ জয়নাল মিয়ার নির্মানাধীন পাকা ভবনের নিচ তলার বারান্দায় জুয়াড়ী মোঃ সালা উদ্দিন (৩৩), পিতা-মৃত দুলাল মিয়া, সাং-বন্ধন/বি-২৩, খাসদবীর, ফরহান আহমদ (২৬), পিতা-আব্দুল মতিন, সাং-বন্ধন/এফ-১০, খাসদবীর, বোরহান আহমদ (সাব্বির) (২৫), পিতা-আবুল কালাম ছানাই, সাং-বন্ধন/এফ-২৭, খাসদবীর, ফাইজান আহমদ (২৬), পিতা-সফিক মিয়া, সাং-বন্ধন/এফ-২৭, খাসদবীর, ফাহিম আহমদ রিপন (২৯), পিতা-মোঃ সফিক মিয়া, সাং-বন্ধন/এফ-২৭, খাসদবীর, সর্ব থানা-এয়ারপোর্ট, জেলা-সিলেট, স্বপন মিয়া (২৪), পিতা-নুরুল ইসলাম, সাং-রগুনাথপুর, থানা-গাইবান্ধা সদর, জেলা-গাইবান্ধা, বর্তমানে-বন্ধন-ডি/১৬, খাসদবীর, থানা-এয়ারপোর্ট, জেলা-সিলেট, মোঃ আবু সাঈদ (৪০), পিতা-মৃত ইসমাইল মিয়া, সাং-ধল (আশ্রম), থানা-দিরাই, জেলা-সুনামগঞ্জ, বর্তমানে-বন্ধন/বি, খাসদবীর, থানা-এয়ারপোর্ট, জেলা-সিলেট, আবু হানিফ (৩৫), পিতা-শুক্কুর আলী, সাং-ছাত্তারকোনা, থানা-বিশ্বম্ভরপুর, জেলা-সুনামগঞ্জ, বর্তমানে-বন্ধন/ই-১১, খাসদবীর, থানা-এয়ারপোর্ট, জেলা-সিলেট, এবং মোঃ কামাল (৫৪), পিতা-মৃত সিদ্দেক মিয়া, সাং-বন্ধন/জি-১৪, খাসদবীর, থানা-এয়ারপোর্ট, জেলা-সিলেটদের গ্রেফতার পূর্বক তাদের হেফাজত হতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে গতকাল ১৯ সেপ্টেম্বর ১১ টা ২০ মিনিটের সময় জুয়া খেলায় ব্যবহৃত কথিত ঝান্ডু মান্ডু নামক জুয়া খেলার বোর্ড ও জুয়া খেলায় লব্দ নগদ সর্বমোট=৮,০৩২/- (আট হাজার বত্রিশ) টাকা উদ্ধার পূর্বক এসআই(নিঃ)/পলাশ চন্দ্র দাশ জব্দ তালিকা মূলে জব্দ করেন। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।


বিজ্ঞাপন