খুলনায় চুরি হওয়া ১৪ লাখ টাকা উদ্ধারসহ গ্রেফতার ৪

অপরাধ

মামুন মোল্লা, খুলনা : খুলনা মেট্রোপলিটন পুলিশ কেএমপি’র খুলনা থানা পুলিশ কর্তৃক চুরি হয়ে যাওয়া ১৪,০০০০০ (চৌদ্দ লক্ষ) টাকা উদ্ধার এবং ৪ (চার) জন আসামী গ্রেফতার করা হয়েছে, এ খবর সংশ্লিষ্ট সুত্রের।


বিজ্ঞাপন

জানা গেছে, মামলার বাদী তানজিলা তাবাচ্ছুম উর্মি(৩২), স্বামী-মোহায়মেনুর রহমান, সাং-২নং টুটপাড়া আমতলা, কাজী নজরুল ইসলাম সড়ক, থানা-খুলনা, খুলনা মহানগরী এর মামা হাসান খলিলুর রহমান হেলাল(৫৪) তার ব্যবসায়িক ১৪,০০০০০ (চৌদ্দ লক্ষ) টাকা গত ০৫/০৯/২০২১ খ্রিঃ তারিখ বাদী তানজিলা তাবাচ্ছুম উর্মি(৩২)এর বাসায় রেখে জরুরী কাজে ঢাকায় যান।


বিজ্ঞাপন

পরবর্তীতে উক্ত ১৪,০০০০০(চৌদ্দ লক্ষ) টাকা তানজিলা তাবাচ্ছুম উর্মি(৩২) এর বাসার কাজের মহিলা আসামী ১) মোছাঃ শাহানারা খাতুন(২৭), স্বামী-মোঃ মনিরুল ইসলাম এবং অন্য সহযোগী আসামী ২)মোঃ গোলাম রব্বানী(৩৭), পিতা-মোঃ শহিদুল ইসলাম, ৩)মোছাঃ রোকেয়া বেগম(৫১), স্বামী-মোঃ শহিদুল ইসলাম এবং ৪) খাদিজা খাতুন(২৫), পিতা-মোঃ শহিদুল ইসলাম, সর্ব সাং-সূবর্নগাছি, থানা-কালিগঞ্জ, জেলা-সাতক্ষীরা, এ/পি সাং-টুটপাড়া আমতলা মোড়, থানা-খুলনা, খুলনা মহানগরীদের কে সাথে নিয়ে গত ১৯ সেপ্টেম্বর রাত্র অনুমান সাড় ৮ হতে সোমবার ২০ সেপ্টেম্বর রাত্র অনুমান ৩ টা ৪৫ মিনিটের মধ্যবর্তী যে কোন সময় মামলার বাদী তানজিলা তাবাচ্ছুম উর্মি(৩২) এর খুলনা থানাধীন ২নং টুটপাড়া আমতলা, কাজী নজরুল ইসলাম সড়কস্থ বাদীর বাসার ভিতর আসামীগণ সঙ্গোপনে প্রবেশ করে আলমারির ভিতর রক্ষিত ১৪,০০০০০ (চৌদ্দ লক্ষ) টাকা কৌশলে বাদীর অগোচরে চুরি করে নিয়ে যায়।

উক্ত চুরি হয়ে যাওয়া ১৪,০০০০০ (চৌদ্দ লক্ষ) টাকা কোথাও খুঁজে না পেয়ে বাদী তানজিলা তাবাচ্ছুম উর্মি(৩২) তাদের এলাকার দারোয়ান মোঃ আলম খান(৪০) এর নিকট জিজ্ঞাসাবাদ করে জানতে পারেন যে, গত সোমবার ২০ সেপ্টেম্বর রাত্র অনুমান ০৪.০০ ঘটিকার সময় ১নং আসামী মোছাঃ শাহানারা খাতুন কে হাতে একটি শপিং ব্যাগ নিয়ে বাদীর বাসা থেকে বের হতে দেখেছেন।

পরবর্তীতে গত মঙ্গলবার ২১ সেপ্টেম্বর সন্ধ্যায় বাদী পক্ষের লোকজন ১নং আসামী মোছাঃ শাহানারা খাতুন(২৭) এবং ৩নং আসামী মোছাঃ রোকেয়া বেগম(৫১) কে খুলনা থানাধীন নিরালা আবাসিক এলাকায় দেখতে পেয়ে আটক করে খুলনা থানা পুলিশকে অবহিত করলে খুলনা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে যেয়ে আসামীদ্বয়কে হেফাজতে গ্রহণ পূর্বক আসামীদ্বয় কে চুরির ঘটনা সংক্রান্তে ব্যপকভাবে জিজ্ঞাসাবাদ করেন।

জিজ্ঞাসাবাদে আসামীদের দেওয়া তথ্য মতে গত মঙ্গলবার ২১ সেপ্টেম্বর খুলনা থানা পুলিশের একটি চৌকস টিম রাত্র সাড় ১১ টার সময় খুলনা থানাধীন নিরালা আবাসিক এলাকার ১নং রোডস্থ বাড়ী নং-১০১ পোলার আইসক্রিম ডিলারের অফিসের সামনে পাঁকা রাস্তার উপর হতে ২নং আসামী মোঃ গোলাম রব্বানী(৩৭) কে বাদীর বাসা থেকে চুরি হয়ে যাওয়া ১৪,০০০০০ (চৌদ্দ লক্ষ) টাকাসহ আটক করেন ।

পরবর্তীতে গ্রেফতারকৃত আসামীদের দেওয়া তথ্য মতে চুরির ঘটনার অপর সহযোগী ৪নং আসামী খাদিজা খাতুন(২৫) কে খুলনা থানাধীন নিরালা কাঁচা বাজার এলাকা হতে গ্রেফতার করা হয়।

উক্ত চুরির ঘটনার বিষয়ে বাদীর লিখিত অভিযোগের প্রেক্ষিতে কেএমপি’র খুলনা থানার মামলা নং-৩১, তারিখ ২২/০৯/২০২১ খ্রিঃ, ধারা-৪৫৭/৩৮০/৩৮১/৪১১/৩৪ পেনাল কোড রুজু করা হয়েছে। গ্রেফতারকৃত আসামীদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে।

মামলাটির তদন্তভার এসআই(নিঃ)/মোল্যা আব্দুল হাই এর উপর অর্পন করা হয়েছে। মামলাটি বর্তমানে তদন্তাধীন অবস্থায় আছে।