শরীয়তপুরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস আয়োজন

অপরাধ

নিজস্ব প্রতিনিধি : ব্যক্তি, গোষ্ঠী ও সমাজের মধ্যে শিক্ষার প্রয়োজনীয়তা ও তাৎপর্য তুলে ধরার লক্ষ্যে ১৯৬৫ সালের ১৭ নভেম্বর ইউনেস্কো ৮ সেপ্টেম্বরকে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস হিসেবে ঘোষণা করে।


বিজ্ঞাপন

প্রতিবছর এ দিবসটি উদযাপনের মধ্যে দিয়ে আন্তর্জাতিক অঙ্গনে বিভিন্ন দেশের সাক্ষরতা এবং বয়স্ক শিক্ষার অবস্থা তুলে ধরা হয়।

তারই ধারাবাহিকতায় গতকাল ২২ সেপ্টেম্বর বুধবার বেলা ১১ টায় শরীয়তপুর পুলিশ সুপারের কার্যালয় সম্মেলন কক্ষে জেলার সোডেপ ও সাক্ষরতা অভিযানের আয়োজনে, আন্তর্জাতিক সাক্ষরতা দিবস/২০২১ আয়োজন করা হয়, উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এস .এম আশরাফুজ্জামান, পুলিশ সুপার, শরীয়তপুর, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাবু অনল কুমার দে, সাধারণ সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগ শরীয়তপুর জেলা শাখা, শরীয়তপুর, উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, এমরান হোসেন মিয়া, জেলা শিক্ষা অফিসার, শরীয়তপুর, বেসরকারি উন্নয়ন সংগঠন সোডেপ এর নির্বাহী পরিচালক শামীম খন্দকারের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, জেলা সমাজ সেবার রেজিষ্টেশন অফিসার মোঃ উজ্জল মুন্সী,অধ্যক্ষ মাওলানা মিজানুর রহমান,জেলা ব্র্যাক প্রতিনিদি সমীর কুন্ডু (সাবেক), বিভিন্ন সরকারি দপ্তরে কর্মকর্তা-কর্মচারীবৃন্দ ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।