বিট পুলিশিং কার্যক্রম জোরালো করলো খুলনা পুলিশ

অপরাধ

মামুন মোল্লা, খুলনা : বিট পুলিশিং বাড়ি বাড়ি নিরাপদ সমাজ গড়ি এই শ্লোগান কে সামনে রেখে খুলনা মেট্রোপলিটন শহর থেকে শুরু করে একদম প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত পুলিশি সেবা সহজলভ্যকরণের পাশাপাশি অপরাধ দমনে জেলার যেকোন স্থানে তাৎক্ষণিক পুলিশের উপস্থিতি নিশ্চিত করতে মাননীয় আইজিপির দিক নির্দেশনায় বিট পুলিশিং কার্যক্রম আরো জোরালো করেছে খুলনা জেলা পুলিশ।


বিজ্ঞাপন

এরই পরিপ্রেক্ষিতে তৃণমূল পর্যায়ে জনগনের সাথে আপনজনেরমত মিশে গিয়ে অপরাধ নিমূর্লে সার্বক্ষণিক মানুষের পাশে থাকা নিশ্চিত করতে জেলার বিভিন্ন বিটে সাধারণ জনগণ, জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং নারীদের অংশগ্রহণে প্রতিনিয়ত অনুষ্ঠিত হচ্ছে উঠান বৈঠক।


বিজ্ঞাপন

এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার ২৩ সেপ্টেম্বর ৪ নং বিট পুলিশিং কার্যালয়, সেনহাটি ইউনিয়ন, দিঘলিয়ায় অনুষ্ঠিত হয় উঠান বৈঠক। বৈঠকে মাদক, সন্ত্রাস-জঙ্গিবাদ, নারী নির্যাতন, ইভটিজিং, বাল্যবিবাহ, সাইবার ক্রাইমমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে বিভিন্ন বিষয়ে উন্মুক্ত আলোচনা করা হয়।