শাহজালালে কোভিড পরিক্ষা রিপোর্ট প্রদান বিষয়ক সভা অনুষ্ঠিত

স্বাস্থ্য

বিশেষ প্রতিনিধি : শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের চামেলী-বিডা লাউঞ্জে শনিবার ২৫ সেপ্টেম্বর বিদেশগামী যাত্রীদের দ্রুত কোভিড পরীক্ষা পূর্বক রিপোর্ট প্রদান বিষয়ে সভা অনুষ্ঠিত হয়।


বিজ্ঞাপন

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডাঃ নাসিমা সুলতানা।

উক্ত সভায় লাইন ডিরেক্টর (সিডিসি), সিভিল এভিয়েশন কর্তৃপক্ষের ঊর্ধতন কর্মকর্তাবৃন্দ, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের ঊর্ধতন কর্মকর্তাবৃন্দ, স্বাস্থ্য অধিদপ্তরের এমআইএস শাখার কর্মকর্তাবৃন্দ, বিমানবন্দর স্বাস্থ্য কর্মকর্তা সহ বিভিন্ন পর্যায়ের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ এবং ল্যাব সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় বিদেশগামী প্রবাসী যাত্রীদের দ্রুততম সময়ের মধ্যে কোভিড পরীক্ষার রিপোর্ট প্রদানের বিষয়কে সর্বোচ্চ গুরুত্ব প্রদান করা হয় এবং কোভিড পরীক্ষার মূল্য নির্ধারণ নিয়ে নীতি নির্ধারণী আলোচনা হয়।

সভার এক পর্যায়ে সকলে বিমানবন্দরে স্থাপিত পিসিআর ল্যাব পরিদর্শন করেন।