দুদকের মামলায় সহকারী রেজিস্ট্রারকে সাজা

অপরাধ আইন ও আদালত

বিশেষ প্রতিবেদক : জালিয়াতি ও প্রতারণার মাধ্যমে সরকারী রেজিস্ট্রার ও মামলার নথিতে থাকা রায়ে উল্লিখিত জমির রেকর্ড পরিবর্তন সংক্রান্ত অপরাধের বিষয়ে নিম্নোক্ত আসামীদ্বয়ের বিরুদ্ধে দায়েরকৃত মামলার রায় আজ ‘বিজ্ঞ স্পেশাল জজ আদালত, নোয়াখালী’ কর্তৃক প্রদান করা হয়।


বিজ্ঞাপন

আসামীঃ
১। কবির আহাম্মদ, তৎকালীন সহকারী সেটেল্ডমেন্ট অফিসার, নোয়াখালী সদর উপজেলা।
২। সামছুল হক, ওরফে সামছু উদ্দিন।

রায়ে সাজা ও জরিমানার পরিমানঃ মঙ্গলবার ২৯ সেপ্টেম্বর স্পেশাল জজ আদালত নোয়াখালী উপরোল্লিখিত ১ নং আসামীকে বিভিন্ন ধারায় ২৩ বছর এবং ২ নং আসামীকে ১৮ বছরের কারাদন্ড দেন। সাজা যুগপতভাবে চলবে। সাথে ১,০৫,০০০/- টাকা জরিমানা করে, অনাদায়ে ১৫ মাসের কারাদন্ড ভোগ করতে হবে মর্মে বিজ্ঞ আদালত রায় প্রদান করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তাঃ মোঃ মশিউর রহমান, সাবেক সহকারী পরিচালক, দুদক সজেকা, নোয়াখালী বর্তমানে উপপরিচালক, দুদক, প্রধান কার্যালয়, ঢাকা।