আরএমপিতে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত

অপরাধ

নিজস্ব প্রতিনিধি : মঙ্গলবার ২৮ সেপ্টেম্বর সকাল ১০ টায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে “তথ্য আমার অধিকার, জানা আছে কি সবার” এই স্লোগানকে সামনে রেখে বিভাগীয় ও জেলা প্রশাসন, রাজশাহী আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস ২০২১ উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে।


বিজ্ঞাপন

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. মোঃ হুমায়ুন কবির, বিভাগীয় কমিশনার, রাজশাহী এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার মোঃ আবু কালাম সিদ্দিক , রাজশাহী রেঞ্জের অ্যাডিশনাল ডিআইজি (অপারেশনস্ অ্যান্ড ক্রাইম) টি এম মোজাহিদুল ইসলাম বিপিএম, পিপিএম মহোদয় ও রাজশাহী জেলার পুলিশ সুপার এ বি এম মাসুদ হোসেন, বিপিএম (বার)।

এছাড়াও মূল প্রবন্ধ উপস্থাপক হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর ড. প্রদীপ কুমার পান্ডে, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ, রাজশাহী বিশ্ববিদ্যালয়।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন আব্দুল জলিল, জেলা প্রশাসক, রাজশাহী।

পরবর্তীতে অতিথিবৃন্দ কোভিড-১৯ এর বিভিন্ন গণটিকা কেন্দ্র পরিদর্শন করেন।