মোটরসাইকেলে দুর্ঘটনা রোধকল্পে নীলফামারীতে জনসচেতন মূলক কার্যক্রম

অপরাধ

নিজস্ব প্রতিনিধি : শনিবার ২ অক্টোবর ডিআইজি রংপুর রেঞ্জ এর নির্দেশনায় মাসব্যাপী জনসচেতন মূলক কার্যক্রমের অংশ হিসেবে মোটরসাইকেল জনিত দুর্ঘটনা রোধকল্পে জেলা পুলিশ নীলফামারী কর্তৃক গৃহীত কার্যক্রমের শনিবার ছিল দ্বিতীয় দিন।


বিজ্ঞাপন

মোটরসাইকেল জনিত দুর্ঘটনা রোধকল্পে জেলা পুলিশ নীলফামারী কর্তৃক গৃহীত কার্যক্রম সমূহঃ
নীলফামারী শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে পুলিশের চেকপোস্ট বসিয়ে মোটর সাইকেল আরোহীদের হেলমেট পরিধান নিশ্চিতকরণ, জনসচেতন মূলক মাইকিং, ব্যানার, ও লিফলেট বিতরণ, পেট্রলপাম গুলোতে নো হেলমেট নো ফুয়েল (no helmet no fuel) ব্যানার লাগানো এছাড়াও জেলার ৭৪ টি বিটে মোটরসাইকেল চালক ও আরোহীদের শতভাগ হেলমেট ব্যবহার ও দুর্ঘটনা প্রতিরোধে সর্বসাধারণের মাঝে বিস্তর আলোচনা করে পুলিশ সদস্যরা।

উল্লেখ্য যে প্রথম ৩ দিন ১ অক্টোবর থেকে ৩ অক্টোবর পর্যন্ত সচেতনতামূলক কার্যক্রম চলবে এবং পরবর্তীতে আইন অমান্যকারী ব্যক্তিও যানবাহনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করবে পুলিশ।