পুলিশের দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণের উদ্বোধন

অপরাধ

নিজস্ব প্রতিনিধি : শনিবার ২ অক্টোবর বাংলাদেশ পুলিশের সকল প্রতিষ্ঠানের নির্ধারিত কোর্সের বাইরে দক্ষতা উন্নয়নের লক্ষ্যে আয়োজিত সপ্তাহব্যাপী পদমর্যাদাভিত্তিক প্রশিক্ষণের দ্বিতীয় ব্যাচের শুভ উদ্বোধন করেন অ্যাডিশনাল আইজি, এন্টি টেররিজম ইউনিট মোঃ কামরুল আহসান বিপিএম (বার)।


বিজ্ঞাপন

প্রশিক্ষণ উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন অ্যাডিশনাল ডিআইজি (প্রশাসন) সালমা বেগম, পিপিএম; পুলিশ সুপারবৃন্দ; স্টাফ অফিসার টু অ্যাডিশনাল আইজি; অন্যান্য কর্মকর্তা ও প্রশিক্ষকগণ।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রশিক্ষণার্থী পুলিশ সদস্যদের ট্রেনিংয়ের অভীষ্ট লক্ষ্য নিয়ে ব্রিফিং প্রদান করেন অ্যাডিশনাল আইজি, এটিইউ মোঃ কামরুল আহসান বিপিএম (বার)।

প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্য আরো বক্তব্য রাখেন অ্যাডিশনাল ডিআইজি (প্রশাসন) সালমা বেগম, পিপিএম ও পুলিশ সুপার (ট্রেনিং অ্যান্ড প্ল্যানিং) শিরিন আক্তার জাহান।