পুলিশের মেধাবী সন্তানদেরকে নগদ অর্থ-সম্মামনা প্রদান

অপরাধ

আজকের দেশ রিপোর্ট : ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ ড. বেনজীর আহমেদ বিপিএম (বার) এর পক্ষ থেকে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন (পিবিআই) এ কর্মরত পুলিশ সদস্যদের সন্তানদের মধ্যে ২০২০ সালের এসএসসি/সমমান পরীক্ষায় সকল বিষয়ে জিপিএ-৫ প্রাপ্তদের মাঝে পিবিআই প্রধান (ডিআইজি) বনজ কুমার মজুমদার বিপিএম (বার) পিপিএম এর পক্ষে ক্রেস্ট, সম্মাননাপত্র ও সম্মানীয় অর্থ বিতরণ করেন পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) ইকবাল হোসেন।


বিজ্ঞাপন

তার সাথে ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আব্দুল্লাহ আল মামুন।

ঢাকার বাহিরের ইউনিটসমূহে ইউনিট ইনচার্জগণ বিতরণ কার্যক্রম পরিচালনা করেন।

কোভিড-১৯ প্রাদুর্ভাবের কারণে কেন্দ্রীয়ভাবে আয়োজন না করা হলেও শিক্ষার্থীরা পুরস্কার পেয়ে অত্যান্ত আনন্দিত হয়েছে।

তারা আইজিপি এবং পিবিআই প্রধানকে ধন্যবাদ জ্ঞাপন ও কৃতজ্ঞতা জানিয়েছেন।

পুলিশ সুপার প্রশাসন শিক্ষার্থীদের পরবর্তী শিক্ষা জীবনে মেধার স্বাক্ষর রেখে দেশ ও জাতির সেবায় নিয়োজিত হবার আহবান জানান। তিনি সকল শিক্ষার্থীর নিজের ও পারিবারের সুস্বাস্থ্য কামনা করেন।