যশোরে পুলিশের পদোন্নতির বহুনির্বাচনি পরীক্ষা অনুষ্ঠিত

অপরাধ

নিজস্ব প্রতিনিধি : শুক্রবার ৮ অক্টোবর ডাঃ আব্দুর রাজ্জাক মিউনিসিপ্যাল কলেজ যশোরে অনুষ্ঠিত হলো যশোর, মাগুরা, ঝিনাইদহ এবং নড়াইল জেলা হতে পুলিশের অধস্তন কর্মকর্তা এবং কর্মচারীগণের ২০২১ সালের বিভাগীয় পদোন্নতি পরীক্ষায় অংশগ্রহণকারী সকল পরীক্ষার্থীগণের বহুনির্বাচনি (MCQ),পরীক্ষা।


বিজ্ঞাপন

সকাল ১০ টায় এ এস আই (নিরস্ত্র) হতে এস আই (নিরস্ত্র), এবং বিকাল ৩ টায় কনস্টেবল/নায়েক হতে এ এস আই (নিরস্ত্র), পদে বিভাগীয় পদোন্নতি বহুনির্বাচনি(MCQ),পরীক্ষা অনুষ্ঠিত হয়।

যশোর কেন্দ্রের বিভাগীয় পদোন্নতি বহুনির্বাচনি (MCQ),পরীক্ষা পরিচালনা করেন সরদার রকিবুল ইসলাম, বিপিএম(সেবা), অতিরিক্ত পুলিশ কমিশনার(এএন্ডও), খুলনা মেট্রোপলিটন পুলিশ, খুলনা ও সভাপতি বহু নির্বাচনি পরীক্ষা গ্রহণ সাব-কমিটি, যশোর কেন্দ্র।

পরীক্ষা গ্রহণ শেষে অতিঃ পুলিশ কমিশনার পরীক্ষার সকল ইনভিজিলেটরগণকে আন্তরিক ধন্যবাদ জানান এবং একই সাথে এতো সুন্দর একটি পরীক্ষা আয়োজনে সার্বিক সহযোগিতা প্রদানে পুলিশ সুপার যশোর মহোদয়কে বিশেষ ধন্যবাদ জ্ঞাপন করেন।

এসময় আরো উপস্থিত ছিলেন যশোর জেলা সাব-কমিটির সদস্য মুনতাসিরুল ইসলাম, পুলিশ সুপার, ঝিনাইদাহ , প্রবীর কুমার রায়, পিপিএম(বার), পুলিশ সুপার, নড়াইল , প্রলয় কুমার জোয়ারদার, বিপিএম (বার),পিপিএম, পুলিশ সুপার, যশোর , মোহাম্মদ জহিরুল ইসলাম, পুলিশ সুপার, মাগুরা, মোঃ সাজ্জাদুর রহমান রাসেল, পুলিশ সুপার (এস্টেট এন্ড ওয়েলফেয়ার), রেঞ্জ ডিআইজির কার্যালয়, খুলনা, মোঃ মাহবুবুল করিম, এআইজি(পার্সোনাল ম্যানেজমেন্ট-৩), পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকা , মোঃ শাহরিয়ার আলী, কমান্ড্যান্ট, ইন সার্ভিস ট্রেনিং সেন্টার, ঝিনাইদহ, সহ বিভাগীয় পদোন্নতি পরীক্ষা যশোর কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত সকল ইনভিজিলেটরগণ ও পরীক্ষায় অংশগ্রহণকারী সকল পরীক্ষার্থীগণ।