নিজস্ব প্রতিনিধি : কিশোরগঞ্জ জেলার কটিয়াদী থানার মামলা নং-০৮, তারিখ ৯ জুন ২০১৯ ধারা-৪২০/৪০৬/৫০৬ পেনাল কোড মামলার তদন্তে প্রাপ্ত সন্ধেহভাজন আসামীরা যথাক্রমে, জয়নাল আবেদীন (৩৪), পিতা- মোঃ ফজল হক বাবু, গ্রাম-ভবানীপুর, থানা- পলাশবাড়ী, জেলা-গাইবান্ধা এবং আতাউল ইসলাম (৩৬), পিতা- মৃত মোফাজ্জল সরদার, সাং-সমসপাড়া, থানা-গোবিন্দগঞ্জ, জেলা- গাইবান্ধা দ্বয়কে বৃহস্পতিবার ২১অক্টোবর বিকাল ৫ টা ১৫ মিনিটের সময় গাইটাল বাসস্ট্যান্ড এলাকা হতে গোপন সংবাদের ভিত্তিতে ,মামলার তদন্তকারী কর্মকর্তা ,সিআইডি কিশোরগঞ্জের টিমের সহায়তায় গ্রেফতার করে।
ঘটনার সংক্ষিপ্ত বিবরণে জানা গেছে , বাদীনি / ভিকটিম’র মোবাইল নম্বরে ফোন দিয়ে নিজেকে জ্বীনের বাদশা পরিচয় দিয়ে ভিকটিমকে পিতলের লক্ষী মূর্তিকে কৌশলে সোনার মূর্তি বলে প্রদান করে ভিকটিমের মনে বিশ্বাস স্থাপন করে ভয়ভীতি দেখিয়ে প্রতারণা মূলক ভাবে ভিকটিমের মূল্যবান স্বর্ণালংকার ও টাকা পয়সা হাতিয়ে নিয়ে যায়।
উল্লেখিত গ্রেফতারকৃত জ্বীনের বাদশার সহযোগীদের অত্র মামলার ঘটনার বিষয়ে জিজ্ঞাসাবাদ অব্যাহত রয়েছে। সন্ধেহভাজনদের জিজ্ঞাসাবাদ শেষে আদালতে সোপর্দ করা হবে।