নিজস্ব প্রতিনিধি : “মুজিববর্ষে পুলিশ নীতি, জনসেবা আর সম্প্রীতি”। এই স্লোগানকে সামনে রেখে ২১ অক্টোবর, হতে বরিশাল মেট্রোপলিটন পুলিশের প্রতিটি থানার আওতাধীন ৯৭টি বিট এলাকায় বিএমপি’র শীর্ষ কর্মকর্তাদের উপস্থিতিতে ধর্ম-বর্ণ নির্বিশেষে সম্মানীত সকল শ্রেণী-পেশার মানুষকে সাথে নিয়ে সপ্তাহব্যাপী সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় পৃথক পৃথক সচেতনতামূলক সভা চলমান রয়েছে ।
বিএমপি দক্ষিণ বিভাগের সংশ্লিষ্ট বিটে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপ-পুলিশ কমিশনার দক্ষিণ আলী আশরাফ ভূঁঞা বিপিএম-বার ,অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার দক্ষিণ মোঃ ফজলুল করীম, সহকারী পুলিশ কমিশনার কোতয়ালী মডেল থানা শারমিন সুলতানা রাখী, অফিসার ইনচার্জ বন্দর থানা মোঃ আসাদুজ্জামান, এছাড়াও উত্তর বিভাগে সংশ্লিষ্ট বিটে অনুষ্ঠিত সভায় পুলিশ পরিদর্শক তদন্ত এয়ারপোর্ট থানা হোসনেআরা, পুলিশ পরিদর্শক তদন্ত কাউনিয়া থানা মোঃ ছগীর সহ সংশ্লিষ্ট বিট অফিসার, সুশীল সমাজের নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেনী পেশার সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।