ইউনানী ও আয়ুর্বেদিক চিকিৎসা শিক্ষার উন্নয়নে মতবিনিময়

স্বাস্থ্য

আজকের দেশ রিপোর্ট : ইউনানী ও আয়ুর্বেদিক চিকিৎসা ও শিক্ষার উন্নয়ন এবং বিকাশে উচ্চ শিক্ষার ভূমিকা শীর্ষক মতবিনিময় সভা ঢাকার প্রাণকেন্দ্র বাংলামোটরস্থ রুপায়ন ট্রেড সেন্টারে হামদর্দ অডিটোরিয়ামে বুধবার ২৭ অক্টোবর সকাল ১১ টায় অনুষ্ঠিত হয়েছে।


বিজ্ঞাপন

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হামদর্দ বাংলাদেশের বোর্ড অব ট্রাস্টিজ এর ভাইস-চেয়ারম্যান, হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশের ইউনানী-আয়ুর্বেদিক অনুষদের ডিন এবং বাংলাদেশ ডায়াবেটিক সমিতির মহাসচিব জাতীয় অধ্যাপক ডা. এ কে আজাদ খান।


বিজ্ঞাপন

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হামদর্দ বাংলাদেশের চিফ মোতাওয়াল্লি ও ব্যবস্থাপনা পরিচালক, বাংলাদেশ ইউনানী আয়ুর্বেদিক বোর্ডের অন্যতম প্রবীণ সদস্য এবং বিইউএমএ এর সভাপতি ড. হাকীম ইউছুফ হারুন ভূঁইয়া।

এছাড়াও উপস্থিত ছিলেন হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশের ভারপ্রাপ্ত উপাচার্য, হামদর্দ বাংলাদেশ এর উপ-ব্যবস্থাপনা পরিচালক হাকীম জামাল উদ্দিন ভূইয়া রাসেল, মানবসম্পদ উন্নয়ন পরিচালক ডাঃ হাকীম নার্গিস মারজান, ইউনানী ও আয়ুর্বেদিক অনুষদের বিভাগীয় প্রধানবৃন্দ।

আরো উপস্থিত ছিলেন বাংলাদেশের ইউনানী ও আয়ুর্বেদিক চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠানসমূহের অধ্যক্ষ এবং শিক্ষকমন্ডলী।