প্রাধিকারপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর কর্মশালা অনুষ্ঠিত

অপরাধ

নিজস্ব প্রতিবেদক : রবিবার ৩১ অক্টোবর প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আয়োজনে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে “প্রাধিকারপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর কর্মকর্তাদের সুদমুক্ত ঋণ এবং গাড়ি সেবা নগদায়ন নীতিমালা, ২০১৯ (সংশোধিত)” – এর আওতায় উন্নয়নকৃত সফট্‌ওয়্যার আপ্লিকেশনের উপর একটি দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।


বিজ্ঞাপন

উক্ত প্রশিক্ষণের প্রধান অতিথি ছিলেন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মো: আবু হেনা মোস্তফা কামাল, এনডিসি ।

গাড়ি সেবা নগদায়ন কাজের সাথে সম্পৃক্ত বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ নৌবাহিনী এবং বাংলাদেশ বিমান বাহিনীসহ এ মন্ত্রণালয়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা/কর্মচারীবৃন্দ প্রশিক্ষণে অংশগ্রহণ করেন।

প্রশিক্ষণে প্রাধিকারপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর কর্মকর্তাদের সুদমুক্ত ঋণ এবং গাড়ি সেবা নগদায়ন নীতিমালা, ২০১৯ (সংশোধিত) , গাড়ি সেবা নগদায়নের সমগ্র প্রক্রিয়া, সেবা প্রদানে চ্যালেঞ্জ, সেবা গ্রহিতাদের চাহিদাসহ আনুষঙ্গিক বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।