নিজস্ব প্রতিনিধি : ভূমি সচিব মোঃ মোস্তাফিজুর রহমান পিএএ রবিবার ৩১ অক্টোবর রাজধানীর তেজগাঁওয়ে অবস্থিত ভূমি ভবন মিলনায়তনে ভূমি মন্ত্রণালয় এবং এটুআই-এর যৌথ উদ্যোগে সকল জেলার ইউডিসি (ইউনিয়ন ডিজিটাল সেন্টার) উদ্যোক্তাগণের জন্য আয়োজিত ই-নামজারি বিষয়ক প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
উক্ত প্রশিক্ষণে প্রশিক্ষণলব্ধ জ্ঞান ব্যবহার করে প্রশিক্ষণপ্রাপ্ত উদ্যোক্তাগণ পরবর্তীতে জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় জেলার অন্যান্য ইউডিসি উদ্যোক্তাগণের জন্য আয়োজিত প্রশিক্ষণে প্রশিক্ষক হিসেবে কাজ করবেন।
উল্লেখ্য, দেশের প্রান্তিক পর্যায় পর্যন্ত ই-নামজারি সেবা পৌঁছে দেওয়ার জন্য ইউডিসি উদ্যোক্তাগণ ভূমি অফিস ও ভূমিসেবা গ্রহীতা তথা ভূমি মালিকগণের অন্যতম সহযোগী হিসেবে কাজ করবেন।
যেসব ভূমি মালিকগণ কোনো কারণে অনলাইনে নিজের ই-নামজারি আবেদন ফরম নিজে পূরণ করতে সক্ষম হবেননা কিংবা করার সময় পাবেন না তাঁরা নির্দিষ্ট ফি-এর বিনিময়ে ইউডিসি উদ্যোক্তাগণ থেকে অনলাইনে ই-নামজারি আবেদন ফরম পূরণ করে দেওয়ার সেবা গ্রহণ করতে পারবেন।