নিজস্ব প্রতিবেদক : রাজধানীর মিরপুর ১৩ নম্বরে বিআরটিএ-তে নির্ধারিত দায়িত্ব পালন না করে দালালির কাজে জড়িয়ে পড়ার অভিযোগে এক আনসার সদস্যকে হাতেনাতে ধরেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সিনিয়র সচিব নজরুল ইসলাম। সোমবার তিনি আকস্মিক পরিদর্শনে যান ওই সংস্থায়। এ সময় বিআরটিএ’র রেকর্ড রুমে মাজেদ নামে এক আনসার সদস্যকে দেখতে পেয়ে তার গতিবিধি সন্দেহ হলে সিনিয়র সচিব তাকে জিজ্ঞাসাবাদ করেন। তার কথাবার্তায় অসংলগ্নতা পাওয়ায় হাতেনাতে ধরেন সিনিয়র সচিব নজরুল ইসলাম। এ সময় তিনি আনসার সদস্য মাজেদকে ক্লোজ করে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার জন্য বিআরটিএ’র আনসার কমান্ডার নূর মোহাম্মদকে নির্দেশনা দেন।
দায়িত্বরত ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফখরুল ইসলাম বলেন, ‘বিআরটিএ থেকে তিন জনকে আটক করা হয়েছে। রাজু ও সোহরাব হোসেন নামে দু’জনকে ৫হাজার টাকা জরিমানা, আরেক জনকে এক মাসের জেল দেওয়া হয়। বিআরটিএ-কে দালালমুক্ত করতে প্রতিনিয়ত অভিযান পরিচালিত হচ্ছে।’ এ সময় দালালদের সহায়তা ছাড়া বিআরটিএ-তে এসে নিজেদের কাজ সম্পন্ন করার জন্য সবাইকে পরামর্শ দেন তিনি।