নিজস্ব প্রতিনিধি : মুজিববর্ষ উপলক্ষ্যে শিক্ষাপ্রতিষ্ঠানে নিরাপদ খাদ্য বিষয়ক জনসচেতনতামূলক সেমিনারের অংশ হিসেবে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তপক্ষ, জেলা কার্যালয়, মাগুরা, বুধবার ৩ নভেম্বর মাগুরা দুধমল্লিক মাধ্যমিক বালিকা বিদ্যালয়, মাগুরা সদর, মাগুরাতে সেমিনারের আয়োজন করে। সেমিনারে প্রধান অতিথি ছিলেন আব্দুন নাসের খান,সচিব, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ।
বিশেষ অতিথি ছিলেন জুলিয়া সুকায়না, ডিডিএলজি ও অতিরিক্ত জেলা প্রশাসক(শিক্ষা ও আইসিটি)।
সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন ও তথ্য বহুল পাওয়ার পয়েন্ট প্রেজেনটেশন উপস্থাপন করেন শাকিল আহম্মেদ, নিরাপদ খাদ্য অফিসার (অতিঃ দাঃ),মাগুরা।
এসময় নিরাপদ খাদ্য, খাদ্যের নিরাপদতা, অনিরাপদ খাদ্য, কখন খাদ্য অনিরাপদ হয়, কাঁচা ও রান্না খাবার একত্রে না রাখা,সঠিক তাপমাত্রায় খাবার রাখা ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করা হয়।
সভাপতিত্ব করেন কাজী আবু নঈম,প্রধান শিক্ষক,মাগুরা দুধমল্লিক মাধ্যমিক বালিকা বিদ্যলয়, মাগুরা সদর মাগুরা।
সার্বিক সহযোগিতা করেন মোঃ খায়রুল ইসলাম, এসসিএ বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ মাগুরা ও সৌমেন কুণ্ড, এসসিএ যশোর। সেমিনার শেষে ছাত্রীদের মাঝে মাস্ক ও হ্যান্ডস্যানিটাইজার বিতরন করা হয়।