ময়মনসিংহে বিভিন্ন রেস্তোরাঁকে গ্রেডিং প্রদান

অপরাধ

নিজস্ব প্রতিনিধি : বুধবার ৩ নভেম্বর, ময়মনসিংহ জেলাস্থ ময়মনসিংহ সিটি কর্পোরেশন এলাকায় বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ কর্তৃক খাদ্য নিরাপদতার বিভিন্ন মানদণ্ডের ভিত্তিতে ৪ টি রেস্তোরাঁকে গ্রেডিং প্রদান করা হয়।


বিজ্ঞাপন

এসময় আভন্তী এরোমা( Avanti Aroma) রেস্টুরেন্টকে A গ্রেড, নবাবী রেস্টুরেন্টকে A গ্রেড, সারিন্দা রেস্টুরেন্টকে B গ্রেড এবং সেফ্রন (Saffron) রেস্টুরেন্টকে B গ্রেড প্রদান করা হয়।

পরবর্তীতে নির্দিষ্ট সময় পরপর পুনরায় মনিটরিং ও পরিদর্শন করে উক্ত গ্রেডিং হালনাগাদ করা হবে।

বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের পরিচালক ড. সহদেব চন্দ্র সাহা মহোদয়ের নেতৃত্বে পরিচালিত গ্রেডিং প্রদান কার্যক্রমে ময়মনসিংহ জেলার নিরাপদ খাদ্য অফিসার মোঃ আতিকুর রহমান, নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ এর প্রধান কার্যালয়ের মনিটরিং অফিসার মোহাম্মদ ইমরান হোসেন মোল্লা, ময়মনসিংহ জেলা নিরাপদ খাদ্য পরিদর্শক, জাপানি সংস্থা জাইকা এর প্রতিনিধিবৃন্দ এবং অন্যান্য সহায়ক স্টাফরা উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা করেন। গ্রেডিং প্রদানের এ কার্যক্রম চলমান থাকবে।