মুন্সীগঞ্জে বিভিন্ন প্রতিষ্ঠানকে জরিমানা

অপরাধ

 

নিজস্ব প্রতিনিধি: বৃহস্পতিবার ৪ নভেম্বর দুপুর সাড়ে ১২টায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মুন্সীগঞ্জ জেলা কার্যালয় কর্তৃক মুন্সীগঞ্জ শ্রীনগর উপজেলার ষোলঘর স্ট্যান্ড এলাকায় অভিযান কার্যক্রম পরিচালিত হয়।


বিজ্ঞাপন

একটি মিষ্টির দোকানে মনিটরিং কালে দেখা যায় যে, দইতে ননফুডগ্রেড জর্দার রং নামক রং মিশ্রণ করা হচ্ছে।
দোকানটিকে ১০০০ টাকা জরিমানা করা হয়। একটি কসমেটিকসের দোকানে মনিটরিং কালে দেখা যায় যে, বিএসটিআইয় কর্তৃক নিষিদ্ধ ক্রিম বিক্রি করা হচ্ছে। দোকানটিকে ১০০০ টাকা জরিমানা করা হয়।


বিজ্ঞাপন

একটি হোটেলে মনিটরিং কালে দেখা যায় যে, বোতলজাত বোরহানিতে উতপাদনের ও মেয়াদোত্তীর্ণের তারিখ উল্লেখ করা হচ্ছে না। হোটেল টিকে ১০০০ টাকা জরিমানা করা হয়।

মোট ৩টি প্রতিষ্ঠানকে ৩০০০ টাকা জরিমানা করা হয়। অভিযান পরিচালনা করেন সহকারী পরিচালক আসিফ আল আজাদ।

উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর নাসরিন সুলতানা ও শ্রীনগর থানা পুলিশের একটি টিম অভিযানে সহযোগিতা করেন।