সুইডেন দুতাবাস ও ইউনিসেফ’র সহায়তায় কুমিল্লায় সুপেয় পানির ট্যাংক নির্মান

সারাদেশ

নিজস্ব প্রতিনিধি : কুমিল্লার দাউদকান্দির এই গ্রামটিতে এখন সুইডেন দূতাবাস এবং ইউনিসেফের সহায়তায় একটি নতুন পানি সরবরাহ ব্যবস্থার সুপেয় পানির ট্যাংক নির্মাণ হয়েছে, এ খবর সংশ্লিষ্ট সুত্রের।


বিজ্ঞাপন

গতকাল বুধবার ৩ নভেম্বর , এই নতুন প্রকল্পটি উদ্ভোবন হওয়ায়, বর্তমানে এ গ্রামসহ পুরো ইলিয়টগঞ্জ দক্ষিণ ইউনিয়ন আর্সেনিকমুক্ত ঘোষণা করা হয়েছে।


বিজ্ঞাপন

সুইডেনের সহায়তায়, বাংলাদেশ সরকার এবং ইউনিসেফ দাউদকান্দির মত একটি আর্সেনিক দ্বারা অত্যন্ত দূষিত এলাকায় ১ লাখ মানুষের কাছে নিরাপদ পানি পৌঁছে দিচ্ছে।

নতুন প্রকল্পটি আরও হাজার হাজার শিশু এবং তাদের পরিবারের কাছে পানি এবং জীবন রক্ষাকারী স্যানিটেশন পৌঁছে দিবে।