যশোরে মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত

অপরাধ

নিজস্ব প্রতিনিধি : রবিবার ৭ নভেম্বর সকাল ১১ টায় পুলিশ লাইন্স কনফারেন্স রুমে যশোর জেলার পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার, বিপিএম(বার), পিপিএম মহোদয়ের সভাপতিত্বে জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়।


বিজ্ঞাপন

কল্যাণ সভার শুরুতেই গত মাসের কল্যাণ সভায় প্রস্তাবিত কল্যাণ মূলক দাবি সর্বসম্মতিক্রমে বাস্তবায়ন করা হয় এবং একই সাথে অফিসার ও ফোর্সের সার্বিক কল্যাণ নিয়ে আলোচনা করা হয়।


বিজ্ঞাপন

কল্যাণ সভা শেষে গত মাসের লটারির মাধ্যমে তিন জন পুরস্কার বিজয়ী কনস্টেবল নারী/পুরুষ এর হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

কল্যান সভা পরিচালনা করেন মোহাম্মদ বেলাল হোসাইন, অতিরিক্ত পুলিশ সুপার, “ক” সার্কেল, যশোর।

এসময় আরো উপস্থিত ছিলেন মোহাম্মদ সাইফুল ইসলাম, অতিঃ পুলিশ সুপার, (প্রশাসন ও অপরাধ ), যশোর, মোহাম্মদ জাহাংগীর আলম, অতিঃ পুলিশ সুপার, জেলা বিশেষ শাখা, যশোর, মুকিত সরকার, অতিরিক্ত পুলিশ সুপার, ‘খ’ সার্কেল, যশোর, জুয়েল ইমরান, সিনিয়র সহকারী পুলিশ সুপার, “নাভারন” সার্কেল, যশোর, আরআই পুলিশ লাইন্স, যশোর, ডিআইও-১, জেলা বিশেষ শাখা, যশোর, সকল থানার অফিসার ইনচার্জগণ, অফিসার ইনচার্জ জেলা গোয়েন্দা শাখা, ট্রাফিক ইন্সপেক্টর(প্রশাসন), আরও-১, রিজার্ভ অফিস যশোর, সকল বিট অফিসারগণ সহ জেলা পুলিশের উদ্ধর্তন কর্মকর্তা, অফিসার ও ফোর্সগণ।