ডিসেম্বর থেকে ফিজিক্যাল কোর্ট খুলে দেয়া হবে

আইন ও আদালত

নিজস্ব প্রতিবেদক : ডিসেম্বর থেকে ফিজিক্যাল কোর্ট খুলে দেয়া হবে বলে জানিয়েছেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। বুধবার আপিল বিভাগে এক মামলার শুনানিতে তিনি এ কথা জানান।
করোনা মহামারির পর আপিল বিভাগের কার্যক্রম ভার্চ্যুয়ালি চলে আসছিল। তবে হাইকোর্ট বিভাগ শুরুতে ভার্চ্যুয়ালি ছিল। এখন উভয় পদ্ধতিতেই চলছে।
প্রধান বিচারপতি বলেন, ‘আগামী ডিসেম্বর থেকে ফিজিক্যাল কোর্ট খুলে দেব। তবে ভার্চ্যুয়াল কোর্টে কাজ হয় ডাবল। ধরুন হঠাৎ এখন আমাদের অ্যাটর্নি জেনারেলকে প্রয়োজন হলো। তখন তিনি এনেক্স বিল্ডিংয়ে, তার আসতে আসতে ১৫ মিনিট সময় নষ্ট। আর ভার্চ্যুয়ালি হলে অ্যাটর্নি জেনারেল একই চেয়ারে বসে থাকেন, জাস্ট টিপ দিয়ে দেন।’
আইনজীবীদের উদ্দেশে প্রধান বিচারপতি আরও বলেন, ‘আপনারা সবাই ফিজিক্যাল কোর্টের ভক্ত। তাই ডিসেম্বর থেকে আমি সব ফিজিক্যাল কোর্ট খুলে দেব।’
সুইজারল্যান্ড, সিঙ্গাপুর, লন্ডন, আমেরিকা থেকেও আইনজীবীরা শুনানিতে অংশ নেন উল্লেখ করে তিনি বলেন, ‘এরকম অনেকেই আছেন। অ্যাটর্নি জেনারেলও দেশের বাইরে থেকে শুনানি করেছেন।’


বিজ্ঞাপন