মতানৈক্যের কারণে এজলাস ছাড়লেন বিচারপতি

আইন ও আদালত

নিজস্ব প্রতিবেদক : হাইকোর্টে দুদকের একজন কর্মকর্তাকে সার্বক্ষণিক রাখা যায় কি-না এ নিয়ে দুই বিচারপতির মতের মিল না হওয়ায় একটি বেঞ্চের বিচারকাজ বন্ধ হয়ে যায়। বৃহস্পতিবার বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি এস এম মুজিবুর রহমানের হাইকোর্ট বেঞ্চে এ অবস্থা সৃষ্টি হয়।
বেঞ্চে শুনানি শুরু হলে আদালতে দুদকের আইনজীবী বলেন, ‘দুদকে জনবল সংকট রয়েছে। এ কারণে কোর্টে সার্বক্ষণিক একজন অফিসার বসিয়ে রাখা সম্ভক নয়।’
এ সময় বেঞ্চের জ্যেষ্ঠ বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার বলেন,‘দুদকের মামলা যারা ঠিক মতো তদন্ত করতে পারছেন না তাদের কোর্টে এনে বসিয়ে রাখুন।’
তখন বেঞ্চের কনিষ্ঠ এস এম বিচারপতি মুজিবুর রহমান বলেন, ‘দুদকের কী আর কাজ নেই, একজন অফিসার এখানে এসে বসে থাকবেন।’ এ সময় জ্যেষ্ঠ বিচারপতি বলেন, বেঞ্চের কনিষ্ঠ বিচারপতি এত কথা বললে তো সমস্যা।
কনিষ্ঠ বিচারপতি জবাবে বলেন, তাহলে বেঞ্চে দুই বিচারপতি রাখার দরকার কী?
এরপর কনিষ্ঠ বিচারপতির প্রতি অসন্তোষ প্রকাশ করে এজলাস ছেড়ে চলে যান জ্যেষ্ঠ বিচারপতি।
উল্লেখ্য, এর আগে বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার দুদককে বলেছিলেন যে এই আদালতে দুদকের অনেক মামলার শুনানি হয়। এই বেঞ্চে একজন সার্বক্ষণিক দুদক কর্মকর্তা রাখা যায় কি-না, সে বিষয়টি দেখতে।’


বিজ্ঞাপন