নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ রোগী কল্যাণ সোসাইটির উদ্যোগে দৈনিক আমার বার্তার প্রধান কার্যালয়ে ফ্রি মেডিকেল ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। ক্যাম্পেইনে পত্রিকার সবকর্মকর্তা-কর্মচারীদের শারীরিক বিভিন্ন রোগ অনুযায়ী বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়।গতকাল শুক্রবার বিকাল ৪টায় রাজধানীর বিজয়নগরস্থ আমার বার্তা কার্যালয়ে প্রধান অতিথি হিসেবে ক্যাম্পেইনের উদ্বোধন করেন পত্রিকার প্রকাশক ও সম্পাদক মোঃ জসিম উদ্দিন। প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ রোগী কল্যাণ সোসাইটি প্রতিষ্ঠাতা ডা. মুহাম্মাদ মাহতাব হোসাইন মাজেদ। বিশেষ অতিথি ছিলেন
দৈনিক স্বদেশ বিচিত্রার সম্পাদক ও প্রকাশক ও বাংলাদেশ রোগী কল্যাণ সোসাইটির উপদেষ্টা কবি অশোক কুমার ধর, দৈনিক মুক্ত খবর হেড অব নিউজ মহসীন আহমেদ স্বপন, , দৈনিক আমার বার্তার নিউজ এডিটর সৈয়দ রেফাত সিদ্দিকী,বাংলাদেশ রোগী কল্যাণ সোসাইটির প্রতিষ্ঠাতা সদস্য সাইফুল ইসলাম চৌধুরী, দৈনিক স্বদেশ বিচিত্রার সিনিয়র সাংবাদিক খবীর আহমদ সহ আমার বার্তার সাংবাদিক, কর্মকর্তা ও কর্মচারীরা।এ সময় প্রধান অতিথি আমার বার্তা সম্পাদক জসিম উদ্দিন বলেন, বাংলাদেশ রোগী কল্যাণ সোসাইটির এমন জনকল্যাণমূলক ক্যাম্পেইনকে আমি সাধুবাদ জানাই। এটি অত্যন্ত ভালো একটি উদ্যোগ। এর মধ্য দিয়ে অনেক দরিদ্র-অসহায় রোগী বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ পাবেন। এ উদ্যোগকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে আমার পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা করব। এমন মহতি উদ্যোগের জন্য বাংলাদেশ রোগী কল্যাণ সোসাইটির প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি।প্রধান বক্তা বাংলাদেশ রোগী কল্যাণ সোসাইটি প্রতিষ্ঠাতা ডা. মুহাম্মাদ মাহতাব হোসাইন মাজেদ বলেন, দেশে পাঁচ ধরনের চিকিৎসা ব্যবস্থা রয়েছে। আমাদের এ সংগঠনের মাধ্যমে আমরা সব ব্যবস্থাকে সমন্বিত করে রোগীদের সেবা নিশ্চিত করতে চাই। তাছাড়া আমাদের দেশের চিকিৎসা ব্যবস্থা নিয়ে সাধারণ মানুষের মাঝে অনেক অসন্তোষও রয়েছে। আমরা চেষ্টা করব, বিতর্কিত কর্মকান্ডে জড়িতদের চিহ্নিত করে তাদের পাশ কাটিয়ে সুশৃঙ্খলভাবে সঠিক চিকিৎসা সকলের জন্য নিশ্চিত করা।অন্য বক্তাগণ বাংলাদেশ রোগী কল্যাণ সোসাইটির সাফল্য কামনা এবং তাদের এ উদ্যোগকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।