নিজস্ব প্রতিনিধি : উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সীমিত জনবল নিয়ে জেনারেল এনেস্থিসিয়া দিয়ে অপারেশন এর সংখ্যা অপ্রতুল।
৬ বছরের অধিক সময় পর বুধবার পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জেনারেল এনেস্থেসিয়া দিয়ে Tonsillectomy অপারেশন করা হল।
চট্টগ্রামের উপজেলা গুলোর মধ্যে এটা একটি উদাহরণ।
অপারেশন এ সার্জন হিসেবে ছিলেন জুনিয়র কনসালটেন্ট (নাক-কান-গলা) ডা. মানব কুমার চৌধুরী ও জুনিয়র কনসালটেন্ট (এনেস্থেসিয়া) ডা. সৌমেন বড়ুয়া।
বিকল থাকা এনেস্থেসিয়া মেশিন কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে স্থানীয়ভাবে মেরামত এর মাধ্যমে সচল করা হয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডা. সব্যসাচী নাথ এর যুগোপযোগী নেতৃত্বে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চট্টগ্রাম বিভাগে স্বাস্থ্য সেবায় অনন্য নজীর স্থাপন করছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সেবার মান বৃদ্ধি করতে নিরলস কাজ করে যাচ্ছেন স্বাস্থ্য কমপ্লেক্সের কনসালটেন্টগণ, মেডিকেল অফিসারগণ এবং সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।