ধামরাই স্বাস্থ্য কমপ্লেক্সের অনন্য নজির

স্বাস্থ্য

নিজস্ব প্রতিনিধি : ঢাকা জেলার শিল্প কারখানার শ্রমিকদের মাঝে কোভিড-১৯ ভ্যাক্সিনেশন ক্যাম্পেইন প্রথমবারের মতো শুরু করে টিকাপ্রদান কার্যক্রমে সফলতার মাইলফলক স্থাপন করেছে ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স।


বিজ্ঞাপন

শিল্পসমৃদ্ধ এলাকা ধামরাই এর ACME, Snotex, AKH Eco Apparels এ সম্মিলিত ভাবে ৯,২৩০ জন শ্রমিকের মাঝে ক্যাম্পেইনের মাধ্যমে Astrazeneca ভ্যাক্সিন প্রদান করা হয়েছে৷


বিজ্ঞাপন

উক্ত শিল্পকারখানাগুলোর প্রায় ৯০ শতাংশ শ্রমিক কোভিড-১৯ ভ্যাক্সিনেশনের আওতায় চলে এসেছে।

শিল্প কারখানাগুলোর কর্তৃপক্ষের আন্তরিক সহযোগিতা এবং এরূপ চ্যালেঞ্জিং ক্যাম্পেইনকে সফলভাবে সম্পন্ন করতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকবৃন্দ থেকে শুরু করে টিকাপ্রদানের সাথে জড়িত সকল কর্মচারী, মাঠ পর্যায়ের টিকাদানকর্মী সকলেই অক্লান্ত পরিশ্রম করেছেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নূর রিফ্ফাত আরা এর বলিষ্ঠ ও সময়োপযোগী উদ্যোগে, ঢাকা জেলার সিভিল সার্জন ডা.আবু হোসেন মোঃ মইনুল আহসান এর সুনির্দিষ্ট দিক নির্দেশনায় উক্ত টিকাপ্রদান কার্যক্রম অত্যন্ত সফলভাবে সম্পন্ন হয়েছে।

এ কার্যক্রমে সার্বিক সহযোগিতায় ছিলেন ডা. মোঃ বেলাল হোসেন , বিভাগীয় পরিচালক(স্বাস্থ্য), ঢাকা বিভাগ।