এবার মেয়র পদ থেকে বরখাস্ত আব্বাস

অপরাধ

নিজস্ব প্রতিনিধি : রাজশাহীর কাটাখালীর পৌর মেয়র আব্বাস আলীকে সাময়িক বরখাস্ত করেছে স্থানীয় সরকার বিভাগ। বঙ্গবন্ধুর ম্যুরাল স্থাপন নিয়ে কটূক্তি করায় এর আগে থানায় মামলা দায়ের করা হয়েছিলো আব্বাসের বিরুদ্ধে। বৃহস্পতিবার রাতে স্থানীয় সরকার বিভাগের উপসচিব ফারজানা মান্নান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এই নির্দেশনা দেয়া হয়।


বিজ্ঞাপন

বঙ্গবন্ধুর ম্যুরাল নিয়ে কটূক্তি করার ফলে রাজশাহী সিটি কর্পোরেশনের ১৩ নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল মমিন ডিজিটাল নিরাপত্তা আইনে নামে মামলা করেন আব্বাস আলীর বিরুদ্ধে। এই মামলায় র‌্যাবের হাতে ঢাকা থেকে তাকে গ্রেপ্তার হন তিনি। আদালত থেকে তাকে ৩ দিনের রিমান্ডে নেয়ারও আদেশ দেয়া হয়।


বিজ্ঞাপন

আব্বাস আলী গ্রেপ্তার থাকায় পৌরসভার সকল কাজে বিঘ্ন ঘটছে উল্লেখ করে স্থানীয় সরকার বিভাগ তাকে সাময়িক বরখাস্ত করার সিদ্ধান্ত নেয়।