নিজস্ব প্রতিবেদক ঃ বাংলাদেশ আওয়ামী লীগ আগামী বছর ১০ জানুয়ারি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তনের দিনে গোপালগঞ্জের পুণ্যভূমি টুঙ্গিপাড়ায় বিশেষ অনুষ্ঠানমালার আয়োজন করবে।
এই কর্মসূচির প্রস্তুতি কমিটির এক সভা আজ সকালে বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয় অনুষ্ঠিত হয়।
![](https://ajkerdesh.com/wp-content/uploads/2024/05/WhatsApp-Image-2024-05-31-at-21.07.07_c7f123fd.jpg)
উক্ত সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ আওয়ামী লীগ এর প্রেসিডিয়াম সদস্য শেখ সেলিম এমপি।
এছাড়া উপস্থিত ছিলেন প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক ও আব্দুর রহমান।
যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ এমপি, ড. হাসান মাহমুদ এমপি, ডা: দীপু মনি এমপি ও আ ফ ম বাহাউদ্দিন নাসিম।
সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন, বিএম মোজাম্মেল হক, মির্জা আজম এমপি। মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মৃনাল কান্তি দাস।
দপ্তর সম্পাদক ব্যারিষ্টার বিপ্লব বড়ুয়া। এবং উপ-প্রচার সম্পাদক আমিনুল ইসলাম আমিন ও উপ-দপ্তর সম্পাদক সায়েম খান।