ফোজিত শেখ বাবুর ‘দুরন্ত শৈশবে-বই আনন্দ’ আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধন

জাতীয়

নিজস্ব প্রতিবেদক : ঢাকার ৩২ ধানমন্ডিস্থ বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর প্রাঙ্গণে ৩১ ডিসেম্বর শুক্রবার সকালে ফোজিত শেখ বাবুর ‘দুরন্ত শৈশবে-বই আনন্দ’ আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখছেন, বঙ্গবন্ধু গবেষণা পরিষদের সভাপতি লায়ন মোঃ গনি মিয়া বাবুল। ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশ এর উপাচার্য অধ্যাপক ড. আবদুল মান্নান চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন, বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের কিউরেটর ও সাবেক শিক্ষা সচিব নজরুল ইসলাম খান (এনআই খান)। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কানাডা আওয়ামী লীগের সহ-সভাপতি ইঞ্জিনিয়ার সৈয়দ আব্দুল গফফার, ফ্রান্স আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার ও শিক্ষক আঃ মান্নান সিদ্দিকী। আলোচনা শেষে ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে প্রদর্শনীর উদ্বোধন করেন ফোজিত শেখ বাবুর মা ফজিলা বেগম। এই আলোক চিত্র প্রদর্শনী ৩১ ডিসেম্বর থেকে ৬ জানুয়ারী পর্যন্ত চলবে। প্রদর্শনী প্রতিদিন সকাল ১০ থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত সকলের জন্য উন্মোক্ত থাকবে।


বিজ্ঞাপন