নিজস্ব প্রতিনিধি ঃ গতকাল শুক্রবার ৭ জানুয়ারি, বেলা সাড়ে ৩ টায় সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ডঃ আহমেদ কায়কাউস কে অভ্যর্থনা জানান এসএমপি পুলিশ কমিশনার মোঃ নিশারুল আরিফ, বিভাগীয় কমিশনার সিলেট ডঃ মোঃ মোশাররফ হোসেন , অতিরিক্ত ডিআইজি সিলেট রেঞ্জ বিপ্লব বিজয় তালুকদার পিপিএম , জেলা প্রশাসক সিলেট কাজী এমদাদুল ইসলাম, পুলিশ সুপার সিলেট জেলা মোঃ ফরিদ উদ্দিন আহমেদ পিপিএম।
![](https://ajkerdesh.com/wp-content/uploads/2022/01/271157289_1538966856482445_9073027769622459200_n.jpg)