সিলেট মৌলভীবাজারে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ কর্তৃক চা উৎপাদ ও প্রক্রিয়াকরণে নিরাপদতা নিশ্চিতকরণ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

অন্যান্য এইমাত্র

নিজস্ব প্রতিবেদক ঃ বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তপক্ষ এর আয়োজনে ও উপজেলা প্রশাসন শ্রীমঙ্গল মৌলভীবাজার এর সহযোগিতায় রবিবার ৯ জানুয়ারি, রবিবার “চা উৎপাদন ও প্রক্রিয়াকরণে নিরাপদতা নিশ্চিতকরণ” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়।


বিজ্ঞাপন

উক্ত সেমিনারে প্রধান অতিথির আসন অলংকৃত করেছেন মো: রেজাউল করিম,গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুগ্মসচিব ও সদস্য (খাদ্যভোগ ও ভোক্তা অধিকার) বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ।বিশেষ অতিথি হিসেবে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন মঞ্জুর মোর্শেদ আহমেদ স্যার,সদস্য (জনস্বাস্থ্য ও পুষ্টি) ,বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ।

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ড. মোহাম্মদ মাসুদ রানা, ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা, বাংলাদেশ চা গবেষণা ইন্সটিটিউট, শ্রীমঙ্গল, মৌলভীবাজার।

বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তপক্ষের মৌলভীবাজার জেলার নিরাপদ খাদ্য অফিসার মুহাম্মদ শামসুল আরেফিন অনুষ্ঠানের সঞ্চালনা করেন।

মো: শওকত হোসেন, বৈজ্ঞানিক কর্মকর্তা, বিএফএসএ, আলোচনায় অংশগ্রহণ করেন।

সেমিনারের সভাপতিত্ব করেন শ্রীমঙ্গল উপজেলার উপজেলা নির্বাহী অফিসার নজরুল ইসলাম।

এছাড়াও বিভিন্ন সরকারি দপ্তরের দপ্তর প্রধানগণ, শ্রীমঙ্গল উপজেলার জনপ্রতিনিধি, চা বাগান, চা নিলাম কেন্দ্র,চা ব্যবসায়ী সমিতির মালিক ও প্রতিনিধিগণ, প্রিন্ট ও ইলেট্রনিক মিডিয়ার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।